খবরবাংলাদেশসর্বশেষ

করোনায় মৃত্যুতে রেকর্ড বাংলাদেশের! শনাক্ত 3000-এরও বেশি রোগী

বাংলাদেশ করোনা রোগী মৃত্যুতে নতুন করে রেকর্ড গড়লো। পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় 3,171 জনের রোগ সনাক্ত হয়েছে। আর এই রোগে মারা গেছেন আরো 45 জন। এখনো পর্যন্ত ধরা পড়ার পর বাংলাদেশে মোট মৃত্যুবরণ করেছে 975 জন। গত 24 ঘণ্টায় 14 হাজার 664 জন রোগীকে পরীক্ষা করা হয়েছে। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন 777 জন। আর আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15 হাজার 336 জন।

সুতরাং তথ্য অনুযায়ী বাংলাদেশ গত 24 ঘন্টায় করণা আক্রান্তের সংখ্যা মোট টেস্টের প্রায় 22 শতাংশ। যা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। আজ মঙ্গলবার দুপুর বেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদে এই তথ্যটি দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বাংলাদেশ সর্বপ্রথম করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে নাকি তার পরীক্ষা করা শুরু হয়। মার্চের 8 তারিখে প্রথম কোন রোগী ধরা পড়ে। সুতরাং যা দেখা যাচ্ছে তাতে পরিস্থিতি খুব দুশ্চিন্তা।

হাই বন্ধুরা, প্রতিদিন বাংলাদেশের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।