মহামারী কেড়ে নিল ২৯ বছরের এক চিকিৎসক বোনের প্রাণ

আমরা সকলেই জানি চলতি বছরের গোড়ার দিক থেকে আমরা লড়ে যাচ্ছি এক মহামারীর সঙ্গে। এই মহামারী আমাদের সকলকে নতুন একটি জীবন যাপনে অভ্যস্ত করতে বাধ্য করেছিল। আমরা গত বছর পর্যন্ত যেভাবে পুলিশ এবং স্বাস্থ্য কর্মীদের কাজ নিয়ে প্রশ্ন তুলতাম, চলতি বছরে তাদের কাজ আমাদের সমস্ত কথা বন্ধ করে দিয়েছে। তাদের প্রতি আমাদের সম্মান শত গুণ বাড়িয়ে দিয়েছে। (Corona takes away the life of 29 years old physician sister named Dr. Priyasri)

আমাদের কাছে নতুন কিছু শব্দ পরিচিত হয়েছিল, লকডাউন, কোয়ারেন্টাইন, হ্যান্ড স্যানিটাইজার, সোশ্যাল ডিসটেন্স , এই সমস্ত কথা আমরা চলতি বছরেই প্রথম শুনেছিলাম। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা বুঝতে পারিনি কি ভয়ঙ্কর সময়ে আসতে চলেছে আমাদের আগামী কিছু মাসে। তারপর হঠাৎ করে হয়ে গেল লকডাউন। একের পর এক দীর্ঘ লকডাউনে বহু মানুষ হয়েছেন বেরোজগার, বহু মানুষ আত্মঘাতী হয়েছেন, বহু সংসার ভেঙে গেছে।

এরপর চলতি বছরের মাঝামাঝি সময়ে মহামারী তার আসল রুপ দেখাতে শুরু করে দিল। চারিদিকে শুধু হাহাকার, যেদিকে দেখা যায় সেদিকেই মৃত্যুর ভিড়।এমতাবস্থায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল নিজের সবটুকু উজাড় করে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরা নয়, পুলিশ এবং অন্যান্য সরকারি বেতনভুক্ত কর্মচারীরাও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সমানভাবে।

এরই মধ্যে সম্প্রতি চেনা মানুষের অকাল মৃত্যুর কথা আমরা শুনতে পেয়েছি। আবাল-বৃদ্ধ-বণিতার এইভাবে মৃত্যুতে আমরা ভেঙে পড়েছি অনেকটাই। বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশরা। এ রাতের মধ্যেই সম্প্রতি ডক্টর প্রিয়শ্রী এই মারণ রোগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হেরে গেলেন রাউলকেল্লা স্টিল হাসপাতাল থেকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো মাত্র ঊনত্রিশ বছর। তিনি আরজিকর এর কর্মরত একজন ডাক্তার। মানুষের সেবা করতে করতেই এই মারণ রোগ কেড়ে নিল তার জীবন। (After fighting of only one day, the heartbeat of Dr. Priyasri stops due to corona from Rourkela Steel Hospital. corona kere nilo 29 bochorer chikitsok bon priyasri r pran)

ডক্টর প্রিয়শ্রীর মৃত্যু সংবাদ পোস্ট করেছেন সৌমিত রায়। তিনিও তারই পেশায় যুক্ত। তার জুনিয়র ব্যাচের বোন প্রিয়শ্রী। তার পরিচিতজনের এই অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সৌমিত বাবু। (Dr. Soumit Roy from R.G. Kar Hospital, shares the heartbreaking news that our physician sister Priyasri is no more with us)

corona takes away the life of 29 years old physician sister priyasri
মহামারী কেড়ে নিল ২৯ বছরের এক চিকিৎসক বোনের প্রাণ (Credit : Facebook)