বিনোদনভাইরালসর্বশেষ

কৃষ্ণসার হরিণ মামলায় ফের আদালতে হাজিরের নির্দেশ সলমান খানকে

যোধপুর ডিস্ট্রিক এন্ড সেশন কোর্টে কৃষ্ণসার মামলার ফের হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলিউড ভাইজানকে (365 Reporter Bangla Entertainment News: Jodhpur District and Session Court announcement about Salman Khan’s blackbuck case)। চলতি মাসের ২৮ তারিখে হাজিরা দেওয়ার পর তাকে শুনানির তারিখ জানানো হবে এমনটাই জানানো হয়েছে আদালত কর্তৃপক্ষের তরফে।

১৯৯৮ সালে দুটো কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে পাঁচ বছরের জেল হয় বলিউড ভাইজানের (Bollywood Bhaijan)। সেই মামলার জন্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতবছর ৫ এপ্রিল এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাইফ আলি খান (Saif Ali Khan), সোনালি বেন্দ্রে (Sonali Bendre), নিলাম, তাব্বু ও দুষ্মন্ত সিং। কিন্তু সলমান খানকে দোষী সাব্যস্ত করা হয়।

salman khan hot
বলিউড ভাইজান (ফটো ক্রেডিটঃ গুগোল)

কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও ৫০ লক্ষ টাকার বিনিময় ব্যক্তিগত জামিনে ছাড়া পান সলমান খান। বারবার সলমান খানের গরহাজিরার জন্য মামলার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি কোর্টের তরফে জানানো হয়েছে শুধুমাত্র সলমানের আইনজীবী নয়, স্বয়ং সালমান খানকেও কোর্টে হাজিরা দিতে হবে।

কৃষ্ণসার হরিণ মামলায় তদন্ত চলাকালীন অস্ত্র আইনে‌ও মামলা হয়েছিল সলমান খানের বিরুদ্ধে। কিন্তু প্রমাণের অভাবে সিএমজে কোর্ট সলমান খানকে ছাড় দিয়েছে। কিন্তু রাজস্থান সরকারের পক্ষ থেকে ফের যোধপুরের ডিস্ট্রিক এন্ড সেশন কোর্টে সেই মামলা নিয়ে আবেদন করা হয়েছে।