খবরদেশসর্বশেষ

Corona in IIT Madras : মাদ্রাজের আইআইটিতে কোভিড আক্রান্ত হল ১৮৩ জন পড়ুয়া

চলতি বছরের প্রথম দিক থেকেই শুরু হয়েছে করোনা মহামারী। এরপর থেকেই দিন যত যায় করোনা পরিস্থিতি আরোও ভয়াবহ আকার ধারণ করে। করোণা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে লকডাউন এর পরিস্থিতি এসে যায়। কিছু মাস পরে পরিস্থিতি কিছুটা সামালে গেলে আস্তে আস্তে আনলক প্রক্রিয়া চালু করা হয়। (Covid 19 crona atttacks 183 students in IIT Madras)

প্রথমদিকে ট্রেন মেট্রো বড় বড় মল এ সমস্ত কিছু চালু না করা হলেও, কিছুদিন পর সেগুলি জনগণের স্বার্থে চালু করে দেওয়া হয়। এখন কিছুটা পরিস্থিতি যখন সামনে এসেছে বলে আমাদের মনে হয়েছে তখনই আর একটা ভয়াবহ খবর এলো মাদ্রাসার আইটিআই শিক্ষা কেন্দ্র থেকে।

জানা গেছে ওখানে ১৮৩ জন ছাত্রছাত্রী হয়েছে কোভিড পজেটিভ। স্বাভাবিকভাবেই এরকম হওয়ার জন্য এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই রকম পরিস্থিতিতে শিক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সকল ছাত্র-ছাত্রীদের ওয়ার্ক ফ্রম হোম মেরি নির্দেশ দিয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে শতাংশ ছাত্র-ছাত্রী এখনো হোস্টেল গুলিতে রয়েছে তাদের এখন প্যাকেটজাত খাবার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের জানিয়েছেন যে, আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা অনুমান করেছিলাম যে এরকমের এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই সব ব্যাপারে এখন ভয় পাওয়ার কিছু নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ এখনো চলছে।

ভারতের সবথেকে বেশি কোভিড ১৯ মারাত্মক আকার ধারণ করেছিল চেন্নাই এবং তামিলনাড়ুতে, কিন্তু এখন অনেক মাত্রায় এই দুটি জায়গাতে সংক্রমণের হার কমেছে। চেন্নাইতে একসময় প্রতিদিনের করোনার সংক্রমণ যেমন হাজার হাজার ছিল এখন সেটা দাঁড়িয়েছে মাত্র ৩৪০। চেন্নাই এর থেকে অনেক বেশি সংক্রমিত হচ্ছে রাজ্যে।

Covid 19 atttacks 183 students in IIT Madras
Corona in IIT Madras : মাদ্রাজের আইআইটিতে কোভিড আক্রান্ত হল ১৮৩ জন পড়ুয়া (Credit : @ReachIITM on Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।