খবররাজনীতিরাজ্যসর্বশেষ

সিপিএমের ব্রিগেড চলছে গানের সুরে সুরে – Tumpa Brigade Cholo song CPM Lyrics

এবারের বিধানসভা ভোটকে কেন্দ্র করে নানান রাজনৈতিক দলের চলছে নানান রকম কাণ্ডকারখানা। বোঝাই যাচ্ছে যে,এবারের ভোট সত্যিই হয়তো বেশ নজর বিহীন হতে চলেছে। বিধানসভা ভোটকে কেন্দ্র করে একদিকে যেমন খেলা শুরু হয়েছে তেমনি সুরের খেলা। রাজনীতিতে গান থেকে শুরু করে কবিতার সবকিছুই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে তৃণমূলের পক্ষ থেকে শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান যাকে ঘিরে তৈরি হয়ে যাচ্ছে নানা রকম গান, আবার কখনো শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ও লাভলী গান বোঝাই যাচ্ছে যে রাজনীতিতে এবার সুর ভালোমতোই তার তাল শুরু করেছে।

তবে এই সুর তাল নিয়ে রাজনীতি করাতেও নাম লেখালো অবশেষে বামেরা। কারণ আপনারা সকলেই জানেন, কারণ সোশ্যাল মিডিয়ায় এখন টুম্পা গানের সঙ্গে সিপিএমের ব্রিগেড চলো মিলিয়ে গান চলছে। তাহলে বোঝা যাচ্ছে যে, অবশেষে সুর তাল এর সঙ্গেই ব্রিগেড যাচ্ছে। গানে গানেই চলছে এখন ব্রিগেড যাওয়ার ঘোষণা। বলতে গেলে রাজনৈতিক দলে এখন সিপিএমের স্থান অনেকটাই পিছনের দিকে, তবুও তাদের চেষ্টা রয়েছে এগিয়ে যাওয়ার সিপিএম এর পক্ষ থেকে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড যাওয়ার ঘোষণা করা হয়েছে।

বোঝা যাচ্ছে যে ২০২১ সালের বিধানসভা ভোটকে কেন্দ্র করে বামেদের সক্রিয়তা বোঝাই যাচ্ছে। অতীত সমস্ত ভুলকে শুধরে দিয়ে তারা আবার যে উঠে দাঁড়াবে সেটাই বোঝানোর চেষ্টা করছে তারা। বাংলা থেকে যে জমি হারিয়ে গেছে সেগুলো কে আবার ফেরত পেতে আইপিটিএ ঘিরেই ফিরল সিপিআইএম। সেগুলোতে কখনো দেখা যাচ্ছে গান করে কখনো শর্টফিল্মে কখনো আবার নাটকের দ্বারা।

এই সমস্তকে কেন্দ্র করে এই একটা ফ্লাশ মব পাওয়া গেলো এবং যেখানে এই ভিডিওটির লিরিকস এবং কোরিওগ্রাফি করেছেন জয়রাজ ভট্টাচার্য মিউজিক এবং রয়েছেন অর্ক মুখার্জির অ্যারেঞ্জমেন্ট করছে। এই অভিনব ব্যাপারটির প্রেজেন্টেশনে রয়েছে কয়েকটি ইমোজি। আউটডোরে দেখা যাচ্ছে বামেদের লাল পতাকা উড়ছে এর পরেই ক্যামেরা আস্তে আস্তে যখন ইনডোরে প্রবেশ করে, তখন সেখানে দেখা যায় মুজাফফর আহমেদের ছবি।

তবে, সেখানে চলছে আলোচনা, নাচ, গান ইত্যাদি। নানারকম ফেশের এক্সপ্রেশন দেখা যাচ্ছে। ব্রিগেডের প্রচার করার জন্যই ঝারগ্রাম এর জেলার সম্প্রদায়ের এক সদস্য উদ্ভব মাহাতো একটি গান তৈরি করলেন এবং গানের সঙ্গে করলেন একটি ভিডিও সুতরাং বোঝাই যাচ্ছে যে এত তোড়জোড় নিয়ে ব্রিগেডের প্রচার করা হচ্ছে সেখানে ২৮ ফেব্রুয়ারি তাহলে কতটা কাঁপবে বাংলা।

cpm party is desperate to come back in west bengal assembly election 2021
সিপিএমের ব্রিগেড চলছে গানের সুরে সুরে – Tumpa Brigade Cholo song CPM Lyrics