আবহাওয়ারাজ্যসর্বশেষ

আমফান এর দুঃস্বপ্নকে আবার ফিরিয়ে আনতে চলেছে গতি

সামনেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তারই মধ্যে আবার নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! তবে কি আবার ভেস্তে যাবে পুজো (আগামীকালের আবহাওয়া: Fear of new ghurni jhor in West Bengal during Durga Puja 2020) !

সত্যিই ২০২০ সালে একের পর এক থাবা গ্রাস করছে বাংলাকে। একই করোনা পরিস্থিতিতে নাজেহাল বাংলা তার উপর বিগত কয়েক মাস আগে আম্ফান ঝড়ের (Amphan Ghurni jhor cyclone) ফলে বাংলার একাংশ বিধ্বস্ত হয়েছে। সুন্দরবন সহ দক্ষিনবঙ্গের জেলাগুলি আম্ফানের কবলে পড়ে বিপুলভাবে ক্ষতির ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এরইমধ্যে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা।

কিছুদিন আগেই জানা গিয়েছিল মৌসুমী বায়ু আস্তে আস্তে বাংলার উপর থেকে বিদায় নিচ্ছে ফলে কিছু সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ কে অবস্থান করতে দেখা যাচ্ছে। আশঙ্কার বিষয় হলো এই দুটি নিম্নচাপ এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই দুটি নিম্নচাপ এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নামকরন করা হবে “গতি” (365 Reporter Bagla Weather Update: cyclone Gati may hit on West Bengal and Bangladesh)।

ghurni jhor gati on paschimbanga or bangladesh
ঘূর্ণিঝড় গতি আঘাত হানতে চলেছে

করোনার পাশাপাশি আমফানের ক্ষত এখনো ভরপুর করে উঠতে পারেনি বাংলা। এরইমধ্যে পূজার মধ্যেই নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সূত্রের খবর থেকে জানা গেছে অক্টোবরের মাঝামাঝি এই ঘূর্ণিঝড়টি বিপুল শক্তি সঞ্চয় করে তীরের দিকে দিয়ে আসতে পারে। অক্টোবরের মাঝামাঝি শুরু হতে চলেছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর পুজোর মধ্যেই যদি ঘূর্ণিঝড় যে আসে তবে ভেস্তে যেতে পারে পুজো, এইরূপ আশঙ্কা করা হচ্ছে।

তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টির দিক নির্ণয় করা যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন যদি ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে ঘুরেও যায় তাতেও পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এর এই ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।

করোনা পরিস্থিতি সামলে, ঐতিহ্য বজায় রেখে এই কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্গোৎসব শুরু হতে চলেছে। ছোট করে হলেও নানা জল্পনা-কল্পনা চলছে পূজামণ্ডপের কর্তৃপক্ষ দের মধ্যে। ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে মন্ডপ তৈরীর কাজ। এরই মধ্যে যদি ঘূর্ণিঝড়ের থাবা এসে পড়ে তাহলে এতদিনের পরিকল্পনা সবকিছু ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে সদস্যরা।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।