বাবার বিরুদ্ধে মেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ায়, অভিযোগ করলেন স্বয়ং বাবা
এইবার স্বয়ং বাবা তার মেয়ের বিরুদ্ধে আন্দোলন এক বিস্ফোরক অভিযোগ। জে এন ইউ এর প্রাক্তন বামপন্থী ছাত্র নেত্রী ছিলেন শেলা রশিদ। আব্দুল রশিদ শোরা তার মেয়ে শেলা রশিদের বিরুদ্ধে অভিযোগ করলেন তাকে খুন করার চেষ্টার অভিযোগ। (Daddy accuses his daughter Sheila Rashid, ex JNU leader as if she threatens him to murder)
আব্দুল রশিদ বলেন যে, শেলা তাকে খুনের হুমকি দিয়েছে। এই অভিযোগ করার পরে তিনি আরো বলেন যে, দেশের বিরুদ্ধে অন্য কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলোর অবশ্যই তদন্ত করা উচিত। তিনি আরো মন্তব্য করে বলেন, শেলা রাজনীতিতে ঢুকে তিনি মোটা অঙ্কের ঘুষ নিত।
বামপন্থী প্রাক্তন ছাত্র নেত্রী শেলা রশিদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তার বাবা। এই ধরনের মন্তব্য নিজের মেয়ের সম্পর্কে করার কারণ কি সেটা যদি ও স্পষ্ট নয়।
তবুও জানা যায় যে, মেয়ের সঙ্গে বাবার সম্পত্তি বিষয় নিয়ে বিবাদ রয়েছে। এরপর জানা যায় যে, নভেম্বর মাসের দিকে আব্দুর রশিদকে তার শ্রীনগরে যে বাড়ি ছিল, সেখানে ঢুকতে বারণ করেছিল কাশ্মীর একটি আদালত। তার জন্য হয়তো মেয়ের সম্পর্কে এ ধরনের অভিযোগ করছে বলেও হতে পারে বলে মনে করছে অনেকে।
আব্দুল আরো মন্তব্য করে বলে যে, রাজনৈতিক দলে প্রবেশের জন্য শেলাকে অনেক টাকা ঘুষ দেওয়া হয় এবং এই ঘুষের ভাগীদার ছিল স্ত্রী অর্থাৎ শেলার মা এবং শেলার বড়ো বোন।
এরা সকলেই সন্ত্রাস মূলক কাজের সঙ্গে যুক্ত বলেই বিস্ফোরক মন্তব্য করেন আব্দুল। তবে যদিও এই সমস্ত মন্তব্য এবং অভিযোগ অস্বীকার করেছে শেলা।
তিনি এই সমস্ত বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিলেন একটি টুইট করে। তিনি সেখানে বলেন যে,” আমার বাবা যে সমস্ত অভিযোগ করেছে সেগুলি একেবারেই কোন যুক্তিযুক্ত নয় । নিজেই হারিয়েছে নিজের বাড়িতে ঢোকার ক্ষমতা”।
