বিনোদনসর্বশেষ

“সুশান্তের সিম কার্ডে অবাক করা খবর,” বিহার পুলিশ

কিছুদিন হল বলিউডের বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার এই ঘটনার পরবর্তীকালে বিতর্ক আর থামছে না। বিভিন্ন সেলিব্রিটি তথা হেভিওয়েট লোকজন নানা ধরনের মতামত তুলে ধরেছেন। আর ক্রমাগত অবাক করা খবর পাওয়া যাচ্ছে। এই মাত্র জানা গেল যে মৃত্যুর কয়েকদিন পূর্বে অনেকবার নিজের সিম কার্ড পাল্টেছেন তিনি। সব থেকে অবাক করা ব্যাপার হল যে কোন সিমে তিনি নিজের নামে তোলেননি। সবগুলো সিম-ই তিনি তার রুমমেটের নাম দিয়ে কিনেছিলেন।

আর বিহার পুলিশ এই ব্যাপারগুলোই খুঁটিয়ে দেখছে এখন। তারা জানিয়েছে যে,”সুশান্ত অনেকগুলো ফোন নাম্বার ব্যবহার করেছে। কিন্তু তার কোনটাই তার নিজের নামে রেজিস্টার করা ছিল না। এখন আমরা ওই ফোন নাম্বারগুলো খুঁটিয়ে দেখব। ওই নম্বরে কারা কল করেছিল বা কাদের কাছে কল করা হয়েছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করা হবে। আর আমরা এই কাজটি অলরেডী শুরু করে দিয়েছি।”

বিহার পুলিশ কতৃপক্ষ আরো বললেন, “জুন মাসের ৮ তারিখে মৃত্যু ঘটে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিওনের। আপাতত এই ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দিশার পরিবারের লোকজনের সাথে কথা বলবো। এখনো অবধি আমরা দিশার পরিবারের কারো সঙ্গে কথা বলে উঠতে পারিনি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি এই ব্যাপারটি সম্পন্ন হবে।”

ইউনিয়ন মিনিস্টার আর কে সিং সুশান্তর মৃত্যু ব্যাপারে বললেন, “মুম্বাই পুলিশ কোন কাজের নয়। তারা যা করছে তা শুধুমাত্র লোক দেখানোর জন্য। তারা এখনো পর্যন্ত এফআইআর করলো না। তাছাড়া জানাচ্ছে ও না যে তারা কাদেরকে ধরার চেষ্টা করছে। এখন পাটনাতে এফআইআর করা হয়েছে।”

তিনি আরও জানালেন,” লোকজন চাইছেন এই কেসটা কে সিবিআই এর হাতে তুলে দেয়া হোক। আর এটা হওয়া উচিত। আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে এই অনুরোধ করেছি। কিন্তু এটা তার নাগালের বাইরে। আর সিবিআই তদন্ত হলে এই ঘটনার একটা যথোপযুক্ত বিচার হবে। আর তার পরিবারের লোকজনও এটাই চাইছে।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।