কলকাতাখবরবিনোদনসর্বশেষ

নাক মুখে রক্তমাখা অবস্থায় উদ্ধার বিখ্যাত বলিউড অভিনেত্রীর মৃতদেহ

সাংঘাতিক ঘটনা ঘটে গেল খোদ কলকাতাতে। কলকাতার যোধপুর পার্কের বাড়ি থেকে উদ্ধার করা হলো বিখ্যাত বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায় ওরফে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ। শুক্রবারে সকাল বেলায় বাড়ির কাজের লোক বারবার ডাকলেও কোন সাড়া পাননি। তিনি তার মালকিনের দুটো নম্বরে বারবার ফোন করতে থাকেন। আর সেগুলোর একটি বন্ধ ছিল এবং অন্যটি ক্রমাগত রিং হয়ে যাচ্ছিল। (Bollywood actress Death News on Kolkata : Dead body of famous Bollywood actress Arya aka Debdutta Banerjee found on Kolkata with bleeding nose mouth from Jodhpur, Kolkata, West Bengal)

এরকম ঘটনা আগেও ঘটে থাকলেও প্রকৃতপক্ষে পরিচারিকা শুক্রবারে ব্যাপারটা সন্দেহজনক বলে মনে করেন। এর আগেও তিনি আধাঘন্টা থেকে এক ঘন্টা ধরে ডাকাডাকি এবং দরজায় করাঘাত করার পর দরজা খুলতেই ওই অভিনেত্রী। তবে শুক্রবারে তিনি আড়াই ঘণ্টা ধরে ক্রমাগত ডাকাডাকি করে যান। আর তা সত্ত্বেও কোন প্রকার সাড়া পাননি। পরে তিনি এই ব্যাপারটা এক প্রতিবেশীকে জানালেন এবং ওই প্রতিবেশীও অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন।

তা সত্বেও আরিয়া ম্যাডাম কোন প্রকার সাড়া দেননি। সেই মুহূর্তে প্রত্যেকের সন্দেহ ঘনীভূত হয় এবং তারা পার্শ্ববর্তী থানায় খবর দিয়ে দেন। পুলিশ অফিসাররা দুপুর 1 টা নাগাদ ওই ঘটনাস্থলে এসে হাজির হন। অবশেষে পুলিশ ডাকাডাকি করার পরেও সাড়া পাননি এবং বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ফেলেন।

আর এই ভাবেই তারা ঘরে ঢুকে যান। তারা ওই তিন তলা বাড়ির উপরের তলার 6 টি রুমের মধ্যে একটি রুমে অজ্ঞান অবস্থায় অভিনেত্রী দেহ উদ্ধার করেন। তারা দেখতে পান যে খাটের তলায় উল্টো হয়ে পড়ে রয়েছেন অভিনেত্রী। পুলিশ কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন যে অভিনেত্রী মৃত। তবে আরো একটা ব্যাপার তারা স্পষ্ট দেখতে পান যে অভিনেত্রীর নাক এবং মুখ থেকে প্রচুর পরিমাণে রক্তপাত ঘটেছে।

আর এই ব্যাপারে বাড়ির কাজের লোককে জিজ্ঞাসাবাদ করেন থানার অফিসার। তবে ঘরের বিশৃঙ্খলা পরিস্থিতি দেখার পর স্পষ্ট বোঝা যায় যে এই অভিনেত্রীর জীবন খুব বেশি স্বাভাবিক ছিল না।

তার ঘরের ভিতর থেকে প্রচুর মদের বোতল পাওয়া যায়। আর যে ঘরে অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলো সেখানে দুটি ভর্তি মদের বোতল এবং অর্ধেক গ্লাসভর্তি মদ উদ্ধার হয়েছে। আর এরই মধ্যে লালবাজারের হোমিসাইড শাখা এবং ফরেনসিক বিভাগ ওই বাড়িতে পৌঁছে যায়। আর এই কেসটি হাইপ্রোফাইল হওয়ায় ইস্ট সাউথ ডিভিশন এর ডেপুটি কমিশনার সুদীপ সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। আর তিনি মোটের উপর জানান যে, পুরো পরিস্থিতি বিবেচনা করে এই ঘটনাটিকে সুইসাইড বলে মনে হচ্ছে না।

তবে ফরেনসিকের বিশেষজ্ঞ শিবম চক্রবর্তী অন্য কথা বললেন। তিনি জানালেন ঘর থেকে অনেকগুলো স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং মদের বোতল কালেক্ট করা হয়েছে। আর অপরদিকে আরিয়া বন্দ্যোপাধ্যায় এর পিতা নিখিল বন্দ্যোপাধ্যায় সেতার বাজানোর জন্য খুব বিখ্যাত ছিলেন।

এবার এই যোধপুর পার্কের বাসস্থানে একা একাই অনেকদিন ধরে বসবাস করছিলেন অভিনেত্রী। তাছাড়া তিনি বাইরে খুব একটা বের হতেন না। আরিয়া সঙ্গে একটি কুকুর সর্বক্ষণ থাকতো। আরে কুকুরের দেখাশোনার দায়িত্ব ভার গ্রহণ করেছে একটি ভলেন্টিয়ার সংস্থা। ইতিমধ্যে বডি থেকে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। খুব দুঃখজনক যে মাত্র 35 বছর বয়সে এই জনপ্রিয় বলিউড অভিনেত্রীকে হারাতে হলো আমাদেরকে। পোস্টমর্টেমের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করা যাবে। সঙ্গে থাকুন।

Dead body of famous bollywood actress Arya aka Debdutta Banerjee found on Kolkata with bleeding nose mouth
নাক মুখে রক্তমাখা অবস্থায় উদ্ধার বিখ্যাত বলিউড অভিনেত্রীর মৃতদেহ (ইন্টারনেট থেকে সংগৃহীত)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।