দেশসর্বশেষ

মহিলা কমিশনের সহায়তায় অকথ্য অত‍্যাচার থেকে উদ্ধার পেল দিল্লির এক মহিলা

মহিলা কমিশনের তৎপরতায় উদ্ধার হলো দিল্লির এক মহিলা। যিনি গত ছয় মাস ধরে অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন। মহিলার স্বামী গত ছ’মাস ধরে একটি ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে ছিলেন তাকে। নিয়মিত মারধোর করতেন বলে জানা গেছে। যে ঘরে তাকে আটকে রাখা হয়েছিল সেখানে কোনরকম পাখার আলোর ব্যবস্থা ছিল না। এমনকি শৌচাগারের ব্যবস্থাও ছিল না। আবর্জনার মধ্যে পড়ে থাকতে বাধ্য করা হয়েছিল ৩২ বছরের ওই মহিলাকে। আজ দিল্লির ত্রিলোকপুর অঞ্চল থেকে মহিলা কমিশনের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করেন (Delhi Commision For Women Rescues A 32 Years Old Women From Trilokpur, Delhi)।

মহিলা কমিশনের পঞ্চায়েত দল থেকে এক স্বেচ্ছাসেবী কর্মী মহিলা কমিশনের কাছে এই মহিলার উপর অত্যাচারের কথা জানান। মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়ালকে এই বিষয়ে জানান কমিশনের সদস্য ফিরদৌস খান ও কিরণ নেগি। তারা মহিলাকে উদ্ধার করতে গিয়ে দেখেন অস্বাস্থ্যকর পরিবেশে ওই মহিলা মেঝেতে পড়ে রয়েছেন। তার পা লোহার শিকল দিয়ে বাঁধা এবং পোশাক ছিন্নভিন্ন। সারা শরীরে অত্যাচারের চিহ্ন তারা দেখেন। ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন মহিলা কমিশনের সদস্যরা।

মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১১ বছর আগে এই মহিলার বিবাহ হয়। তিনি তিন সন্তানের মা। তার স্বামী আটা কারখানা‌র মালিক। মহিলার সন্তানদের তরফ থেকে জানা গেছে, তাদের বাবা তাদের মায়ের ওপর প্রতিনিয়ত অত্যাচার করত। এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। তবে কী কারণে মহিলার ওপর অত‍্যাচার করা হতো সে কারণ এখনো জানা যায়নি।

মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন মহিলা পঞ্চায়েত দিল্লির বিভিন্ন অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করে (Delhi Commision For Women Chief, Swati Maliwal)। এই দলের কাছ থেকে মহিলাদের ওপর অত্যাচার সংক্রান্ত নানা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মহিলা কমিশনের সদস‍্যরা। আর‌ও জানানো হয়েছে এই মহিলাকে উদ্ধার করতে গিয়ে তারা দেখেন মহিলাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং অত্যাচারের ফলে তার অবস্থা হয়েছিল শোচনীয়। শরীরের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা। তারা মহিলাকে উদ্ধার করার পরে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন এবং তিনি যাতে চিকিৎসা পান সেই ব্যবস্থাও করেছেন।

মহিলা কমিশনের তরফে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থাও করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে এই রকম অমানবিক ঘটনার বিরুদ্ধে তাদের পদক্ষেপ জারি থাকবে বলেও জানানো হয়েছে মহিলা কমিশনের চেয়ারপারসনের তরফে।