পাচার হয়ে যাওয়া ৭৬ শিশুকে উদ্ধার করলেন লেডি কনস্টেবল সীমা
Uttar Pradesh : এই সময়ে সামাজিক গণমাধ্যম এবং খবরের শিরোনামে রয়েছেন সীমা ঢাকা। কারণ তিনি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখন তিনি দিল্লি পুলিশের লেডি কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন। জানা গেল এক শিশু পাচার চক্র গ্যাং প্রচুর শিশুকে নিখোঁজ করে ফেলে। আর সেই নিখোঁজ শিশুর মধ্যে 76 জন শিশুকে বিশাল তৎপরতার সাথে উদ্ধার করেন তিনি। (Lady constable Seema Dhaka from Delhi Police rescues 76 kidnapped child from Delhi, Uttar Pradesh)
আর এর ফলেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যান তিনি। তাঁর কৃতিত্বের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর এই মুহূর্তে সবার মুখে মুখে শুধু একটাই নাম তা হলো লেডি হেড কনস্টেবল সীমা ঢাকা।
সূত্র মতে, উত্তরপ্রদেশে পাচার চক্রের একটি বিশাল বড় গ্যাং রয়েছে। আর এই জঘন্য চক্র শুধুমাত্র ভারতের রাজধানী দিল্লি থেকে ২০১৯ সালে ৫,৪১২ শিশু কিডন্যাপ করে। পরবর্তীকালে পুলিশের তৎপরতায় ৩,৩৩৬ জন শিশু উদ্ধার করা সম্ভব হয়।
এতকিছুর মধ্যেও কিন্তু ওই চক্র থেমে থাকেনি। পুনরায় ঠিক এক বছর পর ২০২০ সালে নিখোঁজ হয়ে যায় ৩,৫০৭ জন শিশু। আর তাদের খোঁজে হন্যে হয়ে পুলিশ অভিযান চালায়। আর এইভাবে ২,৬২৯ জন শিশু উদ্ধার করা সম্ভব হয়।
এবার, ২০০৬ সালে কনস্টেবল পদে কর্মজীবন শুরু করেন সীমা। আর তিনি মূলত দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত হন। এর ৮ বছর পর ২০১৪ সালে তিনি তার ভালো দক্ষতা দ্বারা হেড কনস্টেবল পদে উন্নীত হন।
আর শিশু পাচার করার রেকেটের সঙ্গে জড়িত লোকজনকে ধরার দায়িত্বভার এসে পড়ে তার ওপর। আর তিনি ক্রমাগত তার অভিযান চালিয়ে যান। আর ঠিক এই প্রক্রিয়ায় তিনি অসীম কর্মদক্ষতায় পাচার হয়ে যাওয়া ৭৬ শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দেন। তার এই গভীর কর্তব্যনিষ্ঠা দেখে দেশের মানুষ তাকে আইকন করে দিয়েছে।
