তাহলে কি আবার আসতে চলেছে আমফানের দুঃস্বপ্নের রাত ?
সম্প্রতি কিছু মাস আগে হারিকেন লরা আছড়ে পড়েছিল জাপানের উপকূলবর্তী এলাকাতে। সেই প্রবল ঝড়ের দুঃস্বপ্ন এখনো জীবন্ত জাপানের উপকূলবর্তী এলাকার মানুষের মনে, তারই মধ্যে আবার সেই দুঃস্বপ্ন বাস্তব হতে চলেছে। টেক্সাস এবং লিয়াসিনিয়া আবার নতুন একটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে,বুধবারের মধ্যে স্থলভাগে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসার আগেই উপকূল অঞ্চলে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি।

প্রবল ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে একাধিক এলাকা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ইতিমধ্যেই উপকূল অঞ্চল থেকে অসংখ্য মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। অযথা কোনো মানুষকে বাড়ি থেকে না বেরোনোর জন্য পরামর্শ দিয়েছে প্রশাসন। নিজের বাড়িতে আগে থেকেই খাদ্যের অতিরিক্ত মজুদ করে রাখার ব্যবস্থা করে রাখতে বলেছে প্রশাসন। এই ঝড়ের বেগে ভবিষ্যতে বাড়লে সেখানকার পরিস্থিতি কেমন হবে তা দেখা একমাত্র সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত উল্লেখ্য,চলতি বছরের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্ফান (Amphan cyclone in West Bengal)। ঘূর্ণিঝড় যখন স্থলভাগের উপর দিয়ে বয়ে যায় তখন কি মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় তা চলতি বছরে বুঝে গেছে পশ্চিমবঙ্গের মানুষেরা।
বহুদিন একের পর এক অত্যাচারের পরে রুষ্ট হয়েছেন প্রকৃতি। প্রকৃতি যখন রুষ্ট হয়, তখন এভাবেই দিনের-পর-দিন গৃহবন্দি হয়ে থাকতে হয় মানুষকে। প্রকৃতির উপর অত্যাচার যদি অবিলম্বে বন্ধ না করা যায়, তাহলে আমাদের এই পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে এগোবে এমনটাই আশঙ্কা সকলের।