কলকাতারাজ্যসর্বশেষ

নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকান্ড, সঞ্চয় হারিয়ে কান্না সম্বল ছাগলপট্টি‌র বাসিন্দাদের

আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই ভয়ানক অভিজ্ঞতা‌র সাক্ষী থাকলো নারকেল ডাঙার ছাগলপট্টি বস্তি। আজ ভোরের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হলো নারকেলডাঙ্গার ছাগলপট্টি বস্তি (Destructive fire in Narkeldanga Chagalpatti Basti, Kolkata)। ভোর পাঁচটা নাগাদ বস্তিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন।

ভোরের হাওয়ার গতিবেগ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। এর ফলে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। প্রায় দু’ঘণ্টা চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন হতাহতের কোন খবর না পাওয়া গেলেও অগ্নিকান্ডে ভস্মীভূত প্রায় ৫০ টিরও বেশি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। দমকল আধিকারিকদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও, আগুনের উৎস জানা যায়নি। সে বিষয়ে খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা।

দমকল মন্ত্রী সুজিত বসুকে ঘটনাস্থলে পেয়ে বাসিন্দারা মন্ত্রীকে আবেদন জানিয়েছেন পাশে থাকার জন্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী সুজিত বসু। আশ্বাস দিয়েছেন পাশে থাকার (Fire Minister Sujit Basu will help the fire victims )। কেউ হারিয়েছে‌‌ন মেয়ের বিয়ের সঞ্চয়, আবার কেউ সারাবছরের সঞ্চয়।কার্যত বলা যায়, পুজোর আগে এরকম ভয়াবহ ক্ষতিতে সর্বহারা বহু বাসিন্দা।

প্রিয় পাঠকেরা, এই সংবাদটি সর্বপ্রথম 365 রিপোর্টার বাংলা তে প্রকাশিত হলো। কলকাতার সব রকম খবর মুহুর্তের মধ্যে পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখুন। আর শেয়ার করে খবরটি প্রত্যেকের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।