খবররাজ্যসর্বশেষ

পরিযায়ী শ্রমিক এর রূপে আবির্ভূত হলেন মা দুর্গা

মা, এমন একজন মানুষ যাকে ভগবানের পরে স্থান দেওয়া হয়। কখনো স্নেহশীলা, কখনোবা তেজোময়ী নারী। চলতি বছর আমাদের দুর্গাপুজো একেবারেই অন্য ধাঁচে হচ্ছে। জাঁকজমক না করে হলেও দেবী দুর্গার আরাধনা তে কোন রকম থামতে রাখা হচ্ছে না। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে তৈরি হয়ে গেছে উৎসবের আয়োজন।

তবে চলতি বছরের সমস্ত স্বাস্থ্য নিয়ম বিধি মেনেই করা হবে দুর্গাপূজা। চিন্ময়ী এবং মৃন্ময়ী রূপে মাকে পুজো করা হবে সকল জায়গায়। তবে এই বছর একটি দুর্গা প্রতিমা সকলের নজর কেড়েছে। কলকাতায় কোন একটি পুজো মণ্ডপে পরিযায়ী শ্রমিক এর আদলে বানানো হচ্ছে দুর্গা প্রতিমা। আমরা সকলেই জানি যে, চলতি বছরে মহামারীর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক। দিনের পর দিন রাস্তায় না খেতে পেয়ে তাদের প্রাণ হারাতে হয়েছে।

parijayi sromik rupe maa durga
পরিযায়ী শ্রমিক রূপে মা দুর্গা (ফটো ক্রেডিটঃ ফেইসবুক)

আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ে। কখনো রাস্তায় কোন সদ্যোজাতকে জন্ম দিয়েছেন মা, কখনোবা কোলের শিশুকে ফেলে রেখে চিরতরে না ফেরার দেশে চলে গেছে এক মা। এ সমস্ত খবর পড়তে পড়তে আমাদের চোখের জল যেন শুকিয়ে গেছে। সেই দৃশ্য আবার আমাদের চোখের সামনে তুলে ধরার জন্য কলকাতার বুকে বরিশা ক্লাব উদ্যত হয়েছেন (Parijayi sromik rupe Maa Durga : Borisha club)।

দেবী প্রতিমা কে দেখলেই মনে হবে যেন ঠিক যেন পরিযায়ী মা। তারপর একটি শিশু ও এবং পাশে দুই মেয়ে। মূর্তি গুলোতে যেন অসহায়তার ছাপ খুবই স্পষ্ট। ঠিক এই ভাবেই মা দুর্গা এবং চার সন্তানের রূপ দিয়েছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক (Devi Durga appeared as a migrant worker. Potter of Krishnanagar named Pallab Bhowmik makes the statue)।

মাটির আদলের মূর্তি তৈরি করা হয়েছে ফাইবার দিয়ে। মূর্তির উচ্চতা প্রায় ১১ ফুট। মূর্তিটি দেখে একবারের জন্য হলেও আপনি অবাক হয়ে যাবেন। তবে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হবার সাথে সাথে ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। বহু মানুষ যেমন শিল্পীর নৈপুণ্যতার প্রশংসা করেছেন, তেমন অন্যদিকে অনেকে এই মুহুর্তের মধ্যে চিরাচরিত মা দুর্গাকে দেখতে পাননি। অনেকেরই মনে হয়েছে যে, আমরা দেবী দুর্গাকে পুজো করি শুধুমাত্র দুষ্টের দমন করার জন্য। কিন্তু এই মূর্তিতে দেবী দুর্গার কোন ছাপ পাওয়া যায়নি। মূর্তিতে দেবী দুর্গার দশ হাতের কোন উল্লেখ নেই।

তবে সমস্ত তর্ক-বিতর্ক কে পেছনে ফেলে দিয়ে মৃৎশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। (Durga puja 2020)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।