খবররাজনীতিরাজ্যসর্বশেষ

“দিদির দূত” অ্যাপে মাত্র কুড়ি দিনে সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়ালো ৫ লক্ষ – Didir Doot App Subscriber Number

ভোট সামনে আসার ফলে যেন একেবারে বাকযুদ্ধ লেগে গেছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে এখন হচ্ছে চলছে বাকযুদ্ধ। এরই মধ্যে “দিদির দূত” নামের একটি অ্যাপ চালু করা হয়েছে, এই অ্যাপটি চালু করা হয়েছে মাত্র কুড়ি দিন হয়েছে। তার মধ্যেই সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় হয়ে গেছে পাঁচ লাখেরও বেশি। (West Bengal Election 2021 News : Didir Doot App subscriber number turns 5 lakh in 20 days only. Mamata Banerjee)

এই অ্যাপটি যারা বেশি সাবস্ক্রাইব করেছে তারা হলেন ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এই অ্যাপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবেন এবং তাছাড়াও প্রত্যেক দিনের বিভিন্ন ঘটনার আপডেটও জানতে পারা যাবে এই অ্যাপের মাধ্যমে। রাজ্যে কি ধরনের উন্নয়ন হচ্ছে সেই সম্পর্কেও নানারকম খবরা খবর জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

এই অ্যাপের মাধ্যমে কারো যদি কোন সমস্যা হয় তাহলে সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারবেন সরাসরি। এই অ্যাপটি গুগল প্লেতে পাওয়া যাবে। তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে যে, এই অ্যাপটি লঞ্চ করেছিল এবং তারপর থেকে কিছুদিনের মধ্যেই যথেষ্ট সাড়া পাওয়া গেছে। এই অ্যাপে ৫ লক্ষ সাবস্ক্রাইবার মাত্র কুড়ি দিনের মধ্যে ডাউনলোড করেছেন। (didir doot app download free)

এই অ্যাপটি হল প্রথম, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই অ্যাপটিকে নিয়ে টুইটারেও প্রচার করা হচ্ছে। ভোট বাক্স থেকে নেট বাক্স সব জায়গাতেই এখন চলছে ভোটের যুদ্ধ। (voter juddho)

didir doot app subscriber number turns 5 lakh in 20 days only mamata banerjee
“দিদির দূত” অ্যাপে মাত্র কুড়ি দিনে সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়ালো ৫ লক্ষ – Didir Doot App Subscriber Number