খবরভাইরালসর্বশেষ

দীপান্বিতার সুরের জাদুতে মজেছে গোটা নেট দুনিয়া – Piya Tose Naina Laaga Re Cover by Dipanwita

কি ভাবছেন পাঠকগণ? দীপান্বিতা আপনাদের কাছে একেবারে নতুন নাম মনে হচ্ছে নিশ্চয়ই। তবে আপনারা উপরের গানটি শুনে থাকলে মনে হবে যেন দীপান্বিতা আপনাদের কতদিনের চেনা। যেন মনে হবে একদম জনিতা গান্ধি স্বয়ং এই গানটি গাইছেন। (Artist Dipanwita Mukherjee amuses fans by singing Piya Tose Naina Laaga Re cover – पिया तोसे नैना लागे रे – Jonita Gandhi Version)

বন্ধুরা, ‘পিয়া তোসে ন্যয়না লাগে রে’ গান গেয়ে হোলি ২০২১ কে আরও রঙিন করে তুললো দীপান্বিতা। আর গিটার যন্ত্রে মিউজিক দিয়েছে রাজদীপ মন্ডল (Guitarist Rajdeep Mondal aka Sajib)। তার গিটারের কাজ যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

এর আগেও মেয়েটি ‘ও রে পিয়া’ কভার গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলো। আপনার নিশ্চয়ই এতক্ষণে মেয়েটির সম্পর্কে কৌতুহলী হয়ে উঠেছেন। চলুন জেনে নেওয়া যাক মেয়েটির সংক্ষিপ্ত পরিচয়।

সূত্রমতে, এই উদীয়মান শিল্পী শ্যামনগরে থাকে। আর রূপঙ্কর মিউজিক একাডেমী থেকে সঙ্গীতে তালিম নিয়েছে। আর মাওলানা আজাদ কলেজ, কলকাতা থেকে জ্যুলজি তে বিএসসি অনার্স পড়াশোনা করছে। গান গাওয়া ছাড়াও আঁকতে এবং খেতে সে খুব ভালোবাসে বলে জানা গেলো। তার ডাকনাম রিমা।

মিস করবেন না: কন্ঠে সাক্ষাৎ মা সরস্বতী ! মিষ্টি সুরে ‘ও রে পিয়া’ গান গাইলো শ্যামনগরের দীপান্বিতা।

চলুন আবার ফিরে আসি গানটিতে। এই কভার গানটিতে অভিনয় করেছে রাজদীপ মন্ডল ওরফে সজীব, ঐশ্বরিয়া মৈত্র (Oishwarya Moitra) এবং দীপান্বিতা মুখার্জি। আর পুরো ভিডিওটি এডিট করেছে এবং সাউন্ড রেকর্ড এবং এডিট করেছে রাজদীপ। আগের কভারের তুলনায় তার এই সাউন্ড রেকর্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ করেছে। আর হোলির রঙে রাঙা শাড়ি পরা অবস্থায় ঐশ্বরিয়া এবং দীপান্বিতাকে দেখে আপনারা চোখ ফেরাতে পারবেন না।

সবশেষে, ‘পিয়া তোসে ন্যয়না লাগে রে’ গানটির লেখক শৈলেন্দ্র এবং মিউজিক ডিরেকটর হলেন কিংবদন্তি শচীন দেব বর্মন এবং গেয়েছেন অসামান্যা সংগীতশিল্পী লতা মঙ্গেসকার। গাইড সিনেমার এই গানটিতে অভিনয় করেছিলেন দেব আনন্দ এবং ওয়াহিদা রহমান। ইতিমধ্যে রাজদীপের অ্যারেঞ্জ করা ‘পিয়া তোসে নায়না লাগে রে’ গানটি নেট জনতারা ভীষন ভালোবেসেছে। 365 রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর পক্ষ থেকে সজীবীফাই টিম কে জানাই অনেক অনেক অভিনন্দন। আমরা খুব শীঘ্রই তাদের কাছ থেকে আরো ভালো ভালো কাজ দেখার জন্যে উদগ্রীব হয়ে আছি। (We congratulate Sajibify team on behalf of 365 Reporter Bangla website – Piya Tose Naina Laaga Re Song – SD Barman ft. Lata Mangeshkar. Guide movie starring Dev Anand, Waheeda Rehman)

dipanwita mukherjee amuses fans by singing piya tose naina laaga re cover
দীপান্বিতার সুরের জাদুতে মজেছে গোটা নেট দুনিয়া – Piya Tose Naina Laaga Re Cover by Dipanwita

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।