দেখুন পরিচালক রাজ চক্রবর্তী তার ছোট্ট ছেলে জোভানকে কী গল্প বললেন ?
আজকে কলকাতা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে তীব্র বৃষ্টিপাত। আর এর ফলে মোটামুটি প্রত্যেকেরই সকালকার ঘুম বেশ গাঢ় হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই বাড়িতে ফিরলো ছোট্ট যুভান। গোটা নেট জনতাদের সুপ্রভাত দিল পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর নতুন সদস্য (The baby boy Yuvan of Director Raj Chakraborty and Actress Subhasree Ganguly returns home)।
এই প্রথমবারের মতো টলিউডে কোন স্টার শিশুকে নিয়ে তুমুল হৈচৈ পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে। অবশ্য এখন রাত শুভশ্রী জুটি তাদের প্রথম সন্তানের প্রতিটা মোমেন্ট কে ধরে রাখতে চাইছেন (365 Reporter Bangla Entertainment News : Raj-Subhasree wishes to capture every moments of their little Yuvan)। ফলে তারা ক্যামেরাবন্দি করেছেন। সামান্য কিছুদিন পূর্বে হাসপাতলে রাজের কলে দেখা গিয়েছিল তার শিশুর ভিডিও। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল।

সেই ভিডিওতে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী তাঁর ছেলেকে অসংখ্য কথা বলছেন। আর সেই ছোট্ট জুভান গভীর চিন্তায় মগ্ন হয়ে সেই কথাগুলো শুনছে। স্বাভাবিকভাবেই কি কথা চলছে তাদের মধ্যে- এই ব্যাপারটা জানার প্রবল আগ্রহ রয়েছে সবার মধ্যে। ফলে ভিডিওটি দেখার জন্য সবার মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
এবার নতুন করে বৃষ্টিস্নাত মুহূর্তে বাড়ির ব্যালকনি থেকে ভাইরাল হয়ে গেল রাজ-শুভশ্রীর সদ্যোজাত সন্তান। আর এবারও অনেকটা আগের মতই দেখা গিয়েছে ছোট্ট শিশুটিকে। চলুন জেনে নেই ব্যাপারটা আসলে কি হয়েছে ?
এবারও পরিচালক রাজ চক্রবর্তীর কোলে তার শিশুকে দেখা গিয়েছে। তাকে আদর করে রাজ বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছেন। আর এবারও ওই শিশুটির বুঝতে চাইছে আসলে কি বলতে চাইছে তার বাবা। অপরদিকে যুভানকে সিম্বার সঙ্গে কম্পেয়ার করলেন রাজ। আর এভাবেই কলকাতার বুকে তাকে পরিচয় করিয়ে দিলেন। এই মুহূর্তে এই বাচ্চা শিশুটির তীব্র কৌতুহল দেখে সবাই অবাক হয়ে গিয়েছে।
ঐ শিশুটি বিভিন্ন রকম অনুভূতি প্রকাশ করছে। মাঝে মাঝে সে তার বাবার মুখের দিকে তাকাচ্ছে। আবার পরক্ষণেই সে আকাশের দিকে চোখ ঘুরিয়ে ফেলছে। হয়তো এই পৃথিবীতে আর কাছে সম্পূর্ণ অজানা অচেনা মনে হচ্ছে এখন। তবে একটা অবাক করা বিষয় রয়েছে। আর তা হলো তাকে কখনো কান্নারত অবস্থায় দেখা যায়নি।