খবরবিনোদন

সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা বাবার ড্রাগ আসক্তি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন

বলিউডের সঞ্জয় দত্তের প্রথম পক্ষের কন্যা হল ত্রিশলা দত্ত। সঞ্জয় দত্ত তার মেয়েকে অপরিসীম আদর স্নেহ দিয়ে বড় করেছেন। অপরদিকে ত্রিশলার আইডল হলো তার সঞ্জুবাবা। সম্প্রতি ত্রিশলা তার বাবার সাথে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পাবলিশ করেছেন। (Bollywood Xossip : Doctor Trishala Dutt the daughter of Sanhay Dutt opens up about her fathers drug habits)

আর সেখানেই এক ফ্যান তাকে প্রশ্ন করেন,”তার বাবা সঞ্জয় দত্ত ড্রাগ নিয়ে থাকেন। আর এই ব্যাপারটা তার চোখে কেমন লাগে ?” তবে এই প্রশ্নের উত্তর ত্রিশলা দেবী সঙ্গে সঙ্গে দেননি। পরবর্তীকালে তিনি অন্য একটি পোস্ট করে ব্যাপারটা খোলাখুলি বলেন।

তিনি জানালেন,”আমার বাবা কখনো ফ্যানদের সঙ্গে মিথ্যা কথা বলেননি। হ্যাঁ, তিনি ড্রাগ নিতেন। আর সব সময় তিনি সেই কথা সবার সামনে খোলাখুলি বলেছেন। অপরদিকে তিনি অনেকবার এই নেশা থেকে মুক্তি পেতে চেয়েছেন। আর আমি বাবার সাথে এই ব্যাপারে সরাসরি কথা বলতাম।”

তিনি আরো জানালেন,”বর্তমানে আমার বাবা ড্রাগ নেওয়া ছেড়ে দিয়েছেন। তবে শুরুতে নিজের থেকেই আমার বাবা নেশা করতে শুরু করে দিয়েছিলেন। আর একটা সময়ে তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল পথে চলে গিয়েছেন। আর্থিক এই কারণেই তিনি এই ভুল পথ থেকে বেরোতে পেরেছেন। আর কেউ ড্রাগ নিলেই তিনি অপরাধী হয়ে যান না। আমার বাবা তার সমস্যার কথা সবার সাথে খোলাখুলি বলতে পেরেছেন। আর আমি গর্বিত যে আমার বাবার নাম সঞ্জয় দত্ত।”

স্বভাবতই মেয়ের এই সোজাসাপ্টা উক্তির ফলে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে তার কমেন্ট বক্সে। অপরদিকে ত্রিশলা একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্ট। আর তিনি তার বাবাকে যে অত্যন্ত ভালোবাসেন তা বলাই বাহুল্য।

অপরদিকে, কিছু মাস আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল সঞ্জয় দত্তের। তিনি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। তার মনের জোর এবং ডাক্তারদের প্রবল প্রচেষ্টার ফলে বর্তমানে সুস্থ আছেন। অপরদিকে নেশার ফাঁদ এবং বিভিন্ন মহিলাদের সঙ্গ ধরলে তার জীবন দিয়ে একটা সিনেমা বানানো যায়।

Doctor Trishala Dutt the daughter of Sanjay Dutt opens up about her fathers drug habits
সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা বাবার ড্রাগ আসক্তি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন (Credit : @bollycode on Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।