সত্যিই কি দিশা পাটানি প্রেমে পড়লেন টাইগার শ্রফের ?
বলিউডের নতুন সারির তারকা দিশা পাটানি এবং জ্যাকি পূত্র টাইগার শ্রফের মধ্যে কি সম্পর্ক জমে গেছে ? এই নিয়ে বহুদিন ধরেই তার অনুরাগীদের মনে চলছে তীব্র কৌতুহল। এই জুটিটি বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতার নিবেদন করে চলেছে। এর ফলে ভক্তদের মনে তীব্র কৌতূহল বাসা বাঁধছে। বলিউডে নিশ্চয়ই আবার একটি নতুন সুপার জুটি তৈরি হতে চলেছে বলে মনে করছেন অনুরাগীরা (365 Reporter Bangla Bollywood News : does really Disha patani fall in love with Tiger Shroff)।
টাইগার শ্রফ-এর অসাধারণ নৃত্যের ভক্ত অগণিত নেটিজেন। সাম্প্রতিক টাইগার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে টাইগার জীবনে প্রথমবার গান গাইছেন। ‘দ্য আনবিলিভেবল’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথেই সেটিকে নিয়ে গভীর প্রেমের প্রকাশ শুরু হয় দিশা পাটানির তরফ থেকে। ভিডিওটির কমেন্টে দিশা গভীর মুগ্ধতা প্রকাশ করে তার সাথে তার কমেন্টের মাধ্যমে বেশ কিছু ভালবাসার চিহ্ন জুড়ে দেয়। শুধু তাই নয় নিজস্ব ইনস্টাগ্রামেও শেয়ার করেন সেই ভিডিও এবং তার সাথে এবং অসংখ্য ভালোবাসার ইমোজির সাথে জুড়ে দেন একটি কথা ” ইনসেন “।

আমরা সকলেই জানি অভিনেতা টাইগার শ্রফ কতটা ফিটনেস পাগল। তার অভিনীত চলচ্চিত্রে তার করা একশন এবং নৃত্যে তার ফিটনেস গভীরভাবে প্রকাশ পায়। সাম্প্রতিক এই অভিনেতা তার বক্তব্যে বলেন এই করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন একা থাকার ফলে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন (Tiger Shroff is single for a long time), এই বলে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুগামীদের কাছে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটিতে তিনি আহ্বান জানিয়েছেন তার অনুরাগীদের, তার পোস্ট করা নৃত্যের সাথে যাতে অনুরাগীরা যোগদান করেন।
জ্যাকির পুত্র টাইগার শ্রফ-এর অভিনীত কিছু ছবি হল স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২, দ্য ফ্লাইং জেট, বাঘি, বাঘি-২, আপাতত তার শেষ অভিনীত ছবি হল বাঘি-৩। এছাড়াও “ওয়ার” মুভিতে রিত্তিক এর পাশাপাশি টাইগার কেও দেখা গেছে অভিনয় করতে। তার একশন এবং ডান্সের জাদুতে প্রেমে পড়েছেন অগণিত ভক্ত। খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ভক্তদের কাছে।
অপরদিকে এমএস ধোনি চলচ্চিত্রের মধ্য দিয়ে দিশা পাটানি বলিউডে প্রথম পা রাখেন। প্রথম অভিনীত সুশান্ত সিং রাজপুত এর সাথে এই চলচ্চিত্রে তার অভিনয় বিপুলভাবে মানুষের মন জয় করেছে। এরপরও “মিশন মঙ্গল” এবং “ভারত” এর মত মুভিতে তাকে অভিনয় করতে দেখা গেছে। “বাঘি-২” চলচ্চিত্রে টাইগার শ্রফ ও দিশা পাটানিকে একসাথে অভিনয় করতে দেখা গেছে। তার সুন্দর অভিনয় খুব কম সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।