খবরদেশবিদেশরাজনীতিসর্বশেষ

“ভারত অসম্ভব নোংরা”- মন্তব্য করলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে ভারতে এসেছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলাহি ব্যবস্থা করে তাকে স্বাগত জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারত হলো তার বন্ধুর মত, তবে এখন কি হলো? তার সাথে ভারতের বন্ধুর মত সম্পর্ক থাকলে এই ধরনের মন্তব্য করার কারণ কি? (Donald Trump declares India as dirty)

ভারত সফরে এসে তিনি ভারত সম্পর্কে খুব ভালো মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন ভারত হলো তার বন্ধু , কিন্তু তিনি তার দেশে ফিরে গিয়ে ভারতের সম্পর্কে যদি কখনো কিছু সুযোগ পায় তবে এই ভারতের সম্পর্কে মন্তব্য করতে কখনোই পিছপা হয়নি।

ভারত সম্পর্কে তার অনেক অভিযোগ রয়েছে তবে সম্প্রতি তিনি ভারত সম্পর্কে এক মন্তব্য করেছেন যেখানে তিনি বলেন যে ভারত অত্যাধিক নোংরা একটি দেশ। এই দেশের বায়ু দূষন পরিবেশ নোংরা করার প্রথম পর্যায়ে রয়েছে।

এই রকম মন্তব্য তিনি করেন রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে একটি ডিবেটে। তিনি আরো বলেন যে রাশিয়া ভারতের অবস্থা ভীষণ বাজে এখানে বায়ু দূষণ এর পরিমান অত্যাধিক।

মার্কিন রাষ্ট্রপতি মন্তব্য করে বলেন প্যারিস পরিবেশ চুক্তি যদি মানা হতো তাহলে মার্কিনের যে সমস্ত ব্যবসা ছিল সব তছনছ হয়ে যেত এবং সেই ক্ষয়ক্ষতি হিসেবে প্রচুর ডলার নষ্ট করতে হতো।

তার মতে ভারত এবং চীনে যেভাবে দূষণ বাড়ছে তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এমনকি কলকারখানা যে পরিমাণে বায়ুকে দূষিত করছে সেই পরিমাণে কলকারখানা থেকে দূষিত ধোঁয়ায় কমানোর কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি সুতরাং ক্রমশ ভারত এবং চীনে বায়ুদূষণ বেড়ে চলছে।

ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দেশের জন্য ‘ফিলথি’ শব্দটি ব্যবহার করায়, ডোনাল্ড ট্রাম্প কতটা ভারতকে বন্ধু মনে করে সে বিষয়ে প্রশ্ন উঠে আসছে।

narendra modi and donald trump in a secret meeting
এক গোপন বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।