দেশরাজ্যসর্বশেষ

মানবিকতার নয়া নজির নাগেরবাজারের ডাক্তার রাজেশ রায়ের

মনুষ্যত্ব যে আজও মানুষের মধ্যে বেঁচে রয়েছে তা আরো একবার প্রমাণ করল নাগেরবাজারের এক চিকিৎসক (A doctor From Nagerbazar Shows Humanity)। সম্প্রতি নাগেরবাজার মোড়ে এক মাঝবয়সী মহিলা হঠাৎই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। সম্প্রতি করোনা সংক্রমনের কথা ভেবে স্থানীয় মানুষ মহিলাকে করোনা আক্রান্ত ভেবে দুরে সরে যান।

আতঙ্কিত হয়ে এগিয়ে এসে সাহায্য করেননি কোন স্থানীয় মানুষ। ওইভাবেই কিছু সময় রাস্তায় পড়ে ছিলেন মহিলা। বেশ কিছুক্ষণ পর ওই মহিলার অসুস্থতার খবর পান নাগেরবাজার অঞ্চলের স্হানীয় ডাক্তার রাজেশ রায়। খবর পাওয়া মাত্রই মহিলার চিকিৎসার জন্য তিনি ছুটে আসেন এবং দ্রুত চিকিৎসা শুরু করেন (Dr Rajesh Roy from nagerbazar shows humanity- Start To Treat A Corona Patient Instantly)।

চিকিৎসার প্রধান ব্রত হল রোগীর চিকিৎসা করা। ডাক্তার রাজেশ রায় সেই ব্রত‌ই অক্ষরে অক্ষরে পালন করেছেন। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করায় কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা সুস্থ হলে, তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন চিকিৎসক রাজেশ রায় (Dr. rajesh Roy Helps The Woman To Reach Home)।

স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে দেখলে‌ও তারা সাহায্য করতে এগিয়ে আসেননি। কিন্তু সব মানুষের মন থেকেই যে মনুষ্যত্ব, মানবিকতা মুছে গিয়েছে তা নয়। সেকথা আরো একবার প্রমাণ করলো নাগেরবাজারের এই চিকিৎসক রাজেশ রায়।