অপরাধখবররাজনীতিরাজ্যসর্বশেষ

Metro Dairy Case : মেট্রো ডেয়ারি কেসের জিজ্ঞাসাবাদে ইডির তলব অফিসার বিপি গোপালিকাকে

মেট্রো ডেয়ারির মামলার ব্যাপারে যে তদন্ত চলছে তার জন্য এর আগে স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দিবেদীকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফার তদন্তের জন্য তলব করা হলো আই এ এস এর অফিসার বিপি গোপালিকাকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ইডির অফিসে হাজিরা হতে হবে তাকে। (West Bengal Assembly Election 2021 : ED calls BP Gopalika in metro case)

যখন মেট্রো ডেয়ারির মালিকানা হস্তান্তরিত হয়েছিল শেয়ারের জন্য, সেইসময় বিপি গোপালিকা ছিল পশুপালন দপ্তরের সচিব। সেই বৈঠকে গোপালিকা হাজির ছিল। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ডেয়ারি বিক্রি করা হবে। নবান্নে থাকা নানান রকমের দপ্তরের কর্মসূচি সামলাতে দেখা গেছে গোপালিকাকে ওই সময়ে তিনি ছিলেন প্রাণিসম্পদ দফতরের একজন সচিব।

সেই সময়ে অনেক আর্থিক তছনছ করেছেন তিনি এরকম অভিযোগ ওঠে গোপালিকার বিরুদ্ধে, এবং যার পরেই ইডি তাকে নোটিশ পাঠায় হাজিরা দেওয়ার জন্য। চলতি মাসের ২৪ তারিখে তাকে হাজিরা দিতে হবে।

ভোট যেহেতু সামনে তাই ভোটের আগেই এরকমভাবে গোপালিকাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলার জন্য রাজ্যের প্রশাসকদের মধ্যে অনেকেই মনে করছেন যে, ইডির এই সময়ে তলব করা কখনোই নিরপেক্ষ হতে পারে না। এখানে রাজনৈতিক অনেক ব্যাপার রয়েছে বলে তারা মনে করছেন রাজ্যের প্রশাসকের একাংশ । ইডি যখন মেট্রো ডেয়ারি সংক্রান্ত তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দিবেদীকে নোটিশ পাঠিয়েছিল হাজির হওয়ার জন্য সেই সময় এই ব্যাপারে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন যে,” কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছেন। ভোটের আগে ইডির তলবের ফলে নির্বাচনের কাজ ঠিকমত করা যাবে না। এগুলো সমস্তকিছুই অমিত শাহর চক্রান্ত । এখন বিজেপির একটাই চিন্তা ভাবনা কি করে তৃণমূলকে শেষ করে দেওয়া যায়, কি করে বাংলা দখল করা যায়”। এর আগেও ইডির পক্ষ থেকে ব্যাঙ্ক একাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল ফিরহাদ হাকিমের মেয়ের কাছ থেকে। কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়েছিল যে, ফিরহাদ হাকিমের মেয়ের ব্যাংকের থেকে বিদেশে টাকা পাঠানো হয়।

ed calls bp gopalika in metro case
Metro Dairy Case : মেট্রো ডেয়ারি কেসের জিজ্ঞাসাবাদে ইডির তলব অফিসার বিপি গোপালিকাকে