দেশবিনোদনভাইরালসর্বশেষ

পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো রিয়া ও তার ভাই শোয়িক চক্রবর্তীকে

এই মুহূর্তে সুশান্ত এর হত্যাকারীর প্রকৃত পক্ষে তা নিয়ে গোটা ভারতবর্ষে তোলপাড় চলছে। তবে এখন বিভিন্ন লোকজন রিয়া চক্রবর্তীকে সুশান্ত (Sushant Singh Rajput)-কে হত্যার জন্য দায়ী করছেন। এমনকি রিয়ার বিরুদ্ধে মামলাও করা হয়েছে কোর্টে। আজকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়া (Rhea Chakraborty), তার ভাই শোয়িক চক্রবর্তী (Showik Chakraborty) ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে নিয়ে ইডির অফিসে হাজিরা দিয়েছে (ED wants to question Rhea and her family again)।

প্রচুর পরিমাণে টাকা তছরুপ করেছেন সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ আনা হয়েছে রিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আর এই ঘটনাটি সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইডির অফিসে সুশান্তের পুরনো ম্যানেজার শ্রুতি মোদিও হাজিরা দেন।

ইডি গত রবিবারে শোয়িক চক্রবর্তীকে প্রায় ১৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। তার বয়ানক রেকর্ড করা হয় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ সম্পত্তি তছরুপ প্রতিরোধ আইন- এর আওতায় এনে। তাকে তার নিজস্ব ব্যবসা, ইনকাম, তিনি কোথায় টাকা ইনভেস্ট করেছেন, টাকা-পয়সার লেনদেন এবং তার দিদি এবং সুশান্ত এর সঙ্গে কোন কোন জায়গায় এবং কিভাবে টাকা-পয়সার লেনদেন হয়েছে সেসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।

এমনকি আগস্টের ৭ তারিখে ও তাকে কয়েক ঘণ্টা ধরে এই সংস্থাটি জিজ্ঞাসাবাদ করে। আর একই দিনে তার দিদি রিয়া, যাকে সুশান্ত হত্যাকারীর মদত দেওয়ার ক্ষেত্রে প্রধান সন্দেহভাজন হিসেবে গণ্য করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৮ ঘন্টা ধরে।

মূলত সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনেন। তার অভিযোগ যে, রিয়া তার সন্তানকে মৃত্যুর ব্যাপারে প্ররোচনা দিয়েছে । প্রথমদিকে রিয়া আদালতে আসতে চাইছিলেন না। জুলাই মাসের ২৫ তারিখে সুশান্তের বাবাকে কেসিং বিহার পুলিশের কাছে রিয়া এবং তার পরিবারের সকলের সম্পর্কে অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে সিবিআই পুনরায় কেসটি হাতে নেয় এবং প্রতিটি লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ঠিক করে।

তো এসব জিজ্ঞাসাবাদের পর কি তথ্য উঠে আসে সেগুলো জানার অপেক্ষায় দেশবাসী।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।