খবরদেশসর্বশেষ

শিক্ষাব্যবস্থার হাল বেহাল। মেধা তালিকায় নেই অসংখ্য পড়ুয়ার নাম।

১০০ শতাংশ কাট অফ নাম্বার থাকার জন্য এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক পড়ুয়াকে। কলেজে সিট না পাওয়ার দেখা দিয়েছে দিল্লির লেডি শ্রীরাম কলেজে। এই কলেজের অর্থনীতিতে বিষয়ে মেধা তালিকায় বহু ছাত্র-ছাত্রীর নাম উঠল না। (Education system is in dilapidated state as many students are not in the merit list. Lady Sriram College , Delhi)

দিল্লি বিশ্ববিদ্যালয় লেডি শ্রীরাম কলেজের ১৭ ই অক্টোবর মেধা তালিকা অনুযায়ী ভর্তির দিন, ওইদিনই মেধা তালিকার দ্বিতীয় লিস্ট ঘোষণা করা হয়।

দ্বিতীয় মেধা তালিকা যখন বের হয় তখন সেখানে দেখা যায় যে ও অর্থনীতি বিষয়ে বিএ এবং অনার্সে কারো নাম নেই, অর্থাৎ এই বিষয়ে কেউ ভর্তি হয়নি। অর্থনীতি বিষয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান এবং মনোবিজ্ঞান বিষয়ে মাক্স কাট অফ করার জন্য খুব অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হতে পেরেছে।

জানা যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে প্রায় সত্তর হাজার সিট বরাদ্দ ছিল ছাত্র-ছাত্রীদের জন্য। কিন্তু খুব শীঘ্রই ৩৫,৫০০ আসন পূর্ণ হয়ে যায়।

এই রকম অবস্থা যাতে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন এবং পরিস্থিতি বুঝে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেন। এই মেধা তালিকা অনুযায়ী লেডিস শ্রীরাম কলেজ ছাড়াও অন্যান্য কলেজে কাট অফ মার্কস অনুযায়ী অর্থনৈতিক ক্ষেত্রে ১% এবং রাষ্ট্র বিজ্ঞান এবং বিজ্ঞান বিষয়ক ক্ষেত্রে ০.৫ % নাম্বার কাট অফ করা হয়েছে।

লেডি শ্রীরাম কলেজ কর্তৃপক্ষ থেকে জানা যায় যে অর্থনীতি অনার্স এ পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের তরফ থেকে প্রায় ২৫ টি আবেদনপত্র তাদের কাছে জমা পড়েছে কিন্তু কাট অফ করে নাম্বার ততটা না থাকায় সেই আবেদনপত্রগুলো ভর্তির জন্য বরাদ্দ করা হচ্ছে না।

একই রকম অবস্থাতে কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় তালিকাটি অনুযায়ী ভর্তি শুরু করেছেন এবং এখনো পর্যন্ত ৮,৪২২ জন পড়ুয়া এই কলেজে ভর্তি হয়েছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।