দেশসর্বশেষ

শকিং নিউজ ! প্রতি ১৬ মিনিটে একজন মহিলা ধর্ষিতা হন ভারতে

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের দলিত মেয়ের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ (Rape case in Hathras, Uttar Pradesh, 19 years old girl Manisha Valmiki)। যদিও সেই রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে, ধর্ষিতা হয়নি মেয়েটি। ময়নাতদন্তের রিপোর্টে কোথাও উল্লেখ নেই ধর্ষণের ঘটনার। বলা হয়েছে, মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তবে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে শিরদাঁড়া, পা, কোমর সহ দেহের একাধিক অংশে।

পুলিশের তরফে বলা হচ্ছে, ধর্ষণের কোন চিহ্ন নেই। এই ঘটনার মানতে নারাজ নির্যাতিতার পরিবার। সংবাদমাধ্যমের তরফেও প্রশ্ন তোলা হয়েছে, কি আড়াল করার চেষ্টা করছে পুলিশ-প্রশাসন ? রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে কেন নির্যাতিতার মৃতদেহ সৎকার করা হল পুলিশের তরফে ?

People protesting for justice of rape victims
ধর্ষকদের শাস্তির দাবিতে প্রতিবাদ

ইতিমধ্যে জেলাশাসকের তরফেও নির্যাতিতার পরিবারকে বয়ান বদলের জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। হাথরসের ঘটনা নিয়ে যখন গোটা দেশ উত্তাল এরই মাঝে উত্তরপ্রদেশের বলরামপুর, বুলন্দশহর বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হতে হয়েছে নারীদের। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে প্রকাশ করা হয়েছে, ভারতে প্রতি ১৬ মিনিটে নির্যাতিত হন একটি মেয়ে (Shocking News : Every 16 minutes, a woman is raped in India- National Crime Bureau Report)।

প্রতি ঘন্টায় পণের জন্য শ্বশুর বাড়ির লোক খুন করে একটি মেয়েকে। গোটা দেশ যখন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তখন এরকম চাঞ্চল্যকর রিপোর্ট দেশবাসীর ক্ষোভ দ্বিগুণ করবে। দ‍্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে প্রকাশ করা হয়েছে, প্রতি চার মিনিটে ভারতের একটি মেয়ে নিজের স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকের হাতে নির্যাতিত হন। প্রতি দুদিনে একটি মেয়ের উপর অ্যাসিড আক্রমণ হয়। প্রতি ৩০ ঘন্টায় ভারতে একজন মেয়ে গণধর্ষণের শিকার হয়।

একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয় প্রতি ঘন্টায়। প্রতি মিনিটে ভারতে একজন মেয়ের ওপর যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। নারী পাচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে‌ই। বলা হয়েছে, প্রতি চার ঘন্টায় ভারত থেকে একজন মেয়ে পাচার হয়ে যায় ভিনদেশে। এরকম চাঞ্চল্যকর রিপোর্ট এর আগে প্রকাশিত হয়নি। এই রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই দেশের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে (Ever since this report was received, questions have been raised about the protection of women in the country)।