“আমি বাড়ি যাব”- বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
টানা তিন দিন ধরে চলেছে যমে-মানুষে টানাটানি। আর আজ শনিবার অনেকটাই সুস্থ বোধ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যেই তার জ্ঞান ফিরেছে। আর এরপরই তিনি ডাক্তার এবং তার সর্বক্ষণের সাথীকে জানালেন যে তিনি অবিলম্বে বাড়ি ফিরে যেতে চান। (West Bengal News : Ex WB Chief Minister Buddhadeb Bhattacharjee wants to go home from hospital)
চিকিৎসকেরা জানালেন, গতকাল সাড়ে এগারোটা নাগাদ মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বুদ্ধদেব বাবুকে বের করে নিয়ে আসা হয়। আর এর পর ডাক্তাররা বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন। আর গত 24 ঘন্টা তিনি বেশ সুস্থ অবস্থায় ছিলেন। ফলে ডাক্তাররা সিদ্ধান্ত নেন যে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা যেতে পারে। চিকিৎসকেরা বললেন, সোমবার কিংবা মঙ্গলবারে তাকে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
এক্ষেত্রে একটা কথা বলা ভালো যে ইতিপূর্বে বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অসুবিধা হয়েছিল। তবে তিনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। তিনি চাচ্ছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে। ফলে বাধ্য হয়ে তাকে বাড়িতেই বাইপ্যাপ সিস্টেমে রাখা হয়েছিল।
অপরদিকে হাসপাতালে সিইও রুপালি বসু তার মন্তব্য জানালেন। তিনি বললেন যে ডাক্তারের সঙ্গে তাঁর কথা বলা হয়েছে। খুব শীঘ্রই রাইলস টিউব খুলে দেওয়া হবে বলে জানা গেছে।
অপরদিকে তার চোখের সমস্যা ধরা পড়েছে। আর তার চোখ পরীক্ষা করবেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তিনি জ্ঞান ফেরার পর থেকে তার যাবতীয় শারীরিক সমস্ত প্রকার অসুবিধার কথা ডাক্তারকে ধীরে ধীরে বলছেন।
আমরা 365 রিপোর্টারের পক্ষ থেকে বুদ্ধদেব বাবুর দ্রুত আরোগ্য কামনা করি।
