খবরবিনোদনসর্বশেষ

লকডাউনে বন্ধ শুটিং! অবসাদগ্রস্ত অভিনেত্রীর আত্মহত্যা

দেখুন প্রেক্ষা মেহেতা অভিনীত হিন্দি গান ডেয়ার টু লাভ (2017) গায়ক- শুভ তিওয়ারি ।

লকডাউন এর ফলে সমস্ত প্রকার টিভি ধারাবাহিক ও ফিল্মের শুটিং বন্ধ। ফলে কোন প্রকার কাজ নেই অভিনেত্রীদের। চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে স্বপ্নগুলো। আর এই বেকারত্বের জ্বালা অসহ্য হয়ে ওঠায় আত্মহত্যাই করে বসলেন ভারতের হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ প্রেক্ষা মেহেতা। তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। স্বাভাবিকভাবেই এত কম বয়সী তরুণীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

জানা যায়, সোমবার রাত্রিবেলা ইন্দরে নিজের ঘরেই সিলিং ফ্যান এ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সর্বপ্রথম মঙ্গলবার সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডিউটিরত ডাক্তার তাকে মৃত বলে অভিহিত করেন।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, কাজ না থাকায় বহুদিন ধরেই অবসাদগ্রস্ত হয়ে ছিলেন তিনি। মরার আগে ইনস্টাগ্রামে বলেন “সাব চে বুঢ়া হোতা হ্যায় স্বপ্ন কো মার জানা।” তবে অনেকে সন্দেহ করছে শুধুই কি হতাশা নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য রয়েছে। হিরানগর থানার ওসি গণমাধ্যমকে বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকেই নিজের বাড়িতেই ছিলেন প্রেক্ষা। তবে আত্মহত্যা করে বসলেন কেন সে বিষয়ে তদন্ত চলছে।

অনেকগুলো জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘ক্রাইম পেট্রোল’, ‘মেরি দুর্গা’ এবং ‘নাল ইশক’ এ কাজ করে সকলের সম্মান এবং প্রশংসা দুই-ই অর্জন করেছিলেন তিনি। বলিউড মুভি ‘শাখা’ এবং ‘প্যাডম্যান’-এ অভিনয় করেন তিনি। তবে তার এভাবে চলে যাওয়ায় বন্ধু ও পরিবার মহলে শোকের ছায়া নেমে এসেছে।

হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।