কলকাতাখবররাজ্যসর্বশেষ

এক অদ্ভুত ক্যাফে তৈরি হচ্ছে এসপ্ল্যানেডে ! কলকাতার এক অনন্য রূপ

Esplanade : নষ্ট হয়ে যাওয়া কিংবা পচে যাওয়া কিংবা ব্যবহারের যোগ্য নয় সেই সমস্ত জিনিস কে নতুনভাবে আবিষ্কার করা মুখের কথা নয়। তবে এরকমই যা আমাদের জীবনে স্বাভাবিকভাবেই পচে গেছে নষ্ট হয়ে গেছে কিংবা ব্যবহার করার যোগ্য নয় বলে মনে হয়, সেগুলোকেই রঙের ছোঁয়া দিয়ে সাজিয়ে ফেলল কলকাতা পরিবহন কর্পোরেশন। (Exotic cafe made by tires in Esplanade Kolkata- an initiative from Kolkata Transportation Corporation)

কলকাতা এবার সেজে উঠল অন্য সাজে। ভিন্ন এক রূপ দিল কলকাতা পরিবহন কর্পোরেশন। (Tilottoma Kolkata aro notun rup e. Esplanade Dharmatala Odvut advut adbhut Cafe)

পুরনো টায়ার যা হয়তো কিছুদিন পরেই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে সেইরকমই টায়ার দিয়ে তৈরি হল টায়ার পার্ক ক্যাফে। এক অভিনব প্রচেষ্টা কলকাতার বুকে কলকাতাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। (Tyre Park Cafe)

রাজ্যের পরিবহন কর্পোরেশন এর আধিকারিকের থেকে জানা যায় যে এইরকম একটি ক্যাফে বানানোর পিছনে ভাবনাচিন্তা ছিল কিভাবে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোকে নিয়ে কাজে লাগিয়ে নতুন ভাবে কিছু তৈরি করা যায়। তার মতে কোনকিছুই নষ্ট করে দেওয়া বা ফেলে দেওয়া জিনিস নয়। নষ্ট হওয়া জিনিস কেউ বদলে দিয়ে অন্য কোন রূপ দেওয়া যায় সেই রকমই একটি চেষ্টা বলছে।

amazing cafe by tires in dharmatala esplanade kolkata
নতুন রূপে তিলোত্তমা কলকাতার ধর্মতলা, এসপ্ল্যানেড টায়ার পার্ক

টায়ার পার্ক ক্যাফে এর কাজ বলছে ভীষণভাবে। শিল্পীরা ঘন্টার পর ঘন্টা ধরে তাদের কাজ সম্পন্ন করছে। (Tire Park Cafe constructed from waste, Waste to art)

মহানগরীর বুকে অবস্থিত এসপ্ল্যানেডে এই তৈরি করা হচ্ছে। গান-বাজনার ব্যবস্থা থাকবে এবং টায়ারের ওপর ভিত্তি করে থাকবে বিভিন্ন শিল্প যা এখানে আসা মানুষজন উপভোগ করবেন।

ডব্লিউ বি টি সি এর ম্যানেজিং ডিরেক্টর রাজনভীর সিং কাপুর মন্তব্য করেন, “জনবহুল মহানগরের বুকে একটা শান্তির দ্বীপের মত জায়গা।” (WBTC Director Rajanvir Singh Kapur)

যে সমস্ত টায়ার নষ্ট হয়ে গেছে কিংবা কিছুদিন পরেই নষ্ট হবে পৌঁছে গেছে অথবা ব্যবহার করার যোগ্য নয় সেই সমস্ত টায়ার দিয়ে তৈরি করা হচ্ছে এরকম একটি ক্যাফে এবং যেটি সাধারণভাবে বলা যায় এক বিশাল কঠিন কাজ। এই সমস্ত বজ্র পদার্থ গুলো যাতে এক জায়গাতে পড়ে পড়ে নষ্ট না হয় তাই এই ধরনের চিন্তাভাবনা।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।