খবরভাইরালরাজ্যসর্বশেষ

অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে চালককে সোনার দুল দিলেন স্বয়ং রোগীর পরিবার

Burdwan : করোনার প্রকোপ দিনে দিনে বাড়ার ফলে অ্যাম্বুলেন্স থেকে হাসপাতাল সমস্ত কিছুতেই যেন জায়গা হচ্ছে না বাড়তি রোগীদের। রোগীদের সংখ্যা বাড়ার ফলে পরিস্থিতি হয়ে যাচ্ছে আরও সংকটজনক। তারও মধ্যে চলছে অনেক কালোবাজারি। তারপরও লকডাউন এর ফলে আর্থিক কষ্টে ভুগছে প্রচুর সংখ্যক মানুষ। (Bardhaman news : family of corona patient gives earrings to pay the price of ambulance.)

পূর্ব বর্ধমানের জামালপুরে এক ঘটনা। দিন দশেক মত জ্বর ছিল এক মহিলার , সে বর্ধমানের উত্তরশুরার বাসিন্দা। (The women is a resident of Uttar sura, Jamalpur, Purba Bardhaman Burdwan)

চিকিৎসকের কাছে দেখাতে গেলে চিকিৎসক তাকে পরামর্শ দেন, বর্ধমান মেডিকেল কলেজে দেখানোর জন্য। কিন্তু সেই মহিলার অবস্থা এতটাই খারাপ এবং এতটা অসহায় ছিলেন যে, অ্যাম্বুলেন্সে করে বর্ধমান মেডিকেল কলেজে যাওয়ার মতো টাকাও ছিল না।

এইরকম অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার জন্য রোগীর কানের দুল খুলে দেওয়া হলো ভাড়া মেটাতে।

এই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে জানা যায় যে সেই রোগীর পরিবার সোনার কানের দুলটি দিলে অ্যাম্বুলেন্সের চালক সোনার দুলের মূল্য হিসেবে ২০০০ টাকা দিয়েছিল এবং তা থেকে ভাড়ার ১১০০ টাকা মেটানো হয়েছিল।

এরকম অসহায়তার সুযোগ নিয়েছে এই অ্যাম্বুলেন্স চালক জেনে, তারপর নড়েচড়ে বসে স্থানীয় পঞ্চায়েত সমিতি। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যবস্থা নেন এবং সেই অ্যাম্বুলেন্সের চালকদের কাছ থেকে কানের দুল ফেরত নেওয়ার ব্যবস্থা করেন।

অ্যাম্বুলেন্স চালক এই কথাগুলি স্বীকার করার পর তাকে বাদ দেওয়া হয় কাজ থেকে খবর সূত্রে জানা গেছে। (Churanto omanobik, kaner dul nia bhara meta te hole ambulance chalok ke )

the family of corona patient gives ear rings to pay the price of ambulance
অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে চালককে সোনার দুল দিলেন স্বয়ং রোগীর পরিবার (প্রতীকী ছবি)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।