বিনোদনভাইরালসর্বশেষ

ফের ভাইরাল হলো এক বঙ্গ তনয়ার গানের ভিডিও

উত্তম কুমার এবং তরুণ কুমারের বিখ্যাত সিনেমা ‘দুই ভাই’ (‘Dui Bhai’ is one of the famous bengali film starring Mahanayak Uttam Kumar and Tarun Kumar)। এই সিনেমাটির মধ্যে একটি গান ছিলো যা আজও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। ‘সে যেন আসে না তারে বলে দিও’, এই গানটি আজও প্রতিটি গায়ক-গায়িকার প্রথম পছন্দ। এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত কুমার মুখার্জি (se jeno ase na; tare bole dio written by legendary Gouri Prasanna Majumdar and sung by Hemanta Kumar Mukherjee)। চলুন এবার আসল ঘটনাটা জেনে নিন।

father daughter become viral after performing Tare bole Dio
‘তারে বলে দিও’ গানে পারফর্ম করছেন বাবা এবং মেয়ে

লকডাউনের মধ্যে নিজেদের প্রতিভা দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন প্রত্যেকে। গান হোক বা নাচ, আবৃতি হোক বা অন্য কিছু, আবাল-বৃদ্ধ-বণিতার নিজেদের প্রতিভা দেখানোর প্রথম এবং অন্যতম স্থান হল ফেসবুক। এমনই একজন বাবা এবং মেয়ের যুগলবন্দি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবলায় বাবার সঙ্গে পাল্লা দিয়ে মেয়ের গান শুনে রীতিমত মুগ্ধ নেট দুনিয়ার মানুষেরা (365 Reporter Entertainment News : father Raja and his daughter Nilufar go viral after performing in Hemant Kumars song)।

তারে বলে দিও,,,

তারে বলে দিও,,,মেয়ে নিলুফার ও পিতা রাজা দুজনের অনবদ্য পরিবেশনা

Posted by প্রথমা ツ on Wednesday, July 8, 2020

যে মেয়েটি এই অনবদ্য গানটি গেয়েছেন তার নাম হলো নিলুফার এবং পিতার নাম রাজা। তাদের বাসস্থান কোথায় তা জানা না গেলেও তার আছে পশ্চিমবঙ্গের বাসিন্দা তা স্পষ্ট। মেয়েটির গান শুনে সকলে এতটাই মুগ্ধ হয়েছেন যে তার গলা কে মানুষ শ্রেয়া ঘোষালের সঙ্গে তুলনা করেছেন (Peoples compare Nilufar’s voice as junior Shreya Ghoshal)। দেখতে যেমন সুন্দর, গানের গলাটি ও মিষ্টি, এক কথায় যেন রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী।

হেমন্ত কুমারের ‘সে যেন আসে না তারে বলে দিও’ গানের কথা বা লিরিকস (Lyrics of ‘se jeno ase na tare bole dio’ sung by hemanta Kumar)

তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
ওই গুণ গুণ সুরে মন হাসে না
ওই গুণ গুণ সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও

গা মা পা
মা গা রে
(কি রে থামলি কেন? বাজা!)
গা মা পা
মা গা রে
সা রে মা
গা রে গা
রে সা রে
সা নি সা

১. ওই ফুলমালা দিলো শুধু জ্বালা
ধূলায় সে যাক ঝরে যাক না
এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না
জানি ফাগুন আমায় ভালোবাসে না
জানি ফাগুন আমায় ভালোবাসে না
তারে বলে দিও

সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
তারে বলে দিও
সে যেন আসে না
তারে বলে দিও
মন কেন হাসে না?
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও

গা মা পা
মা গা রে
সা রে মা
গা রে গা
রে সা রে
সা নি সা

২. নেই আলো চাঁদে
যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয় না
যায় প্রেম সরে
ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয় না
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না
তারে বলে দিও

সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
ওই গুণ গুণ সুরে মন হাসে না
ওই গুণ গুণ সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।