খবর

ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ১০৫ কিলোমিটার সাইকেলে র‌ওনা বাবার

যে কোন বাবা-মাই তার সন্তানের স্বপ্ন পূরণ করতে নিজের সাধ্যের সীমা অতিক্রম করেন। সম্প্রতি এরকমই এক ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশ । সংবাদের শিরোনামে উঠে এল ঘটনাটি। ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ১০৫ কিলোমিটার রাস্তা সাইকেল পেরিয়ে নিয়ে এলেন পরীক্ষার্থীর বাবা (Father cycles 104 km to reach his son in exam hall)। ঘটনা মধ্যপ্রদেশের ধর জেলার মান‌ওয়ার তহশীলের এক গ্রামের (A news From Manawar Tehsil, Dhar district, Madhya Pradesh)।

শুভরাম নামের ওই ব্যক্তি ১০৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। কিশোরের দশম শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার্থী আশিস জানায়, রাস্তায় যান চলাচল না করায় সাইকেল চালিয়ে তার বাবা তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। সে বড় হয়ে অফিসার হতে চায়।

সূত্রের খবর শুভরাম নামে ওই ব্যক্তি সোমবার রাত বারোটায় সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। সঙ্গে খাবার নিয়ে তিনি যাত্রা করেছিলেন। টানা সাইকেল চালিয়ে মঙ্গলবারের পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

সকাল ৭টা ৪৫ মিনিটে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিলেন। ১০৫ কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে আসার ঘটনা প্রকাশ্যে আসতেই সরগরম মধ্যপ্রদেশ রাজ্য। জেলা কালেক্টর অফিস শিক্ষা অফিসারকে নির্দেশ দেন শিক্ষার্থী এবং তার বাবাকে যত শীঘ্র সম্ভব সহায়তা প্রদান করার জন্য এবং তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শুভরাম নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি শ্রমিক। দিনমজুরের কাজ করেন। তিনি চান না তার ছেলেও শ্রমিক হোক। তিনি তার ছেলেকে বড় অফিসার হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যেই ১০৫ কিমি রাস্তা সাইকেল চালিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে এসেছেন। তিনি জানান তার ছেলে পড়াশোনা ভালো। কিন্তু লকডাউনের জেরে খানিকটা ব্যাহত হয়েছে ছেলের পড়াশোনা। সন্তানের ইচ্ছেপূরণে বাবার এই পরিশ্রম নজির গড়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর শুভরামের এই অসামান্য কর্মকাণ্ড দেশবাসীর প্রশংসা কুড়িয়ে‌ছে।