কলকাতারাজ্যসর্বশেষ

লালবাজারের মার্কেনটাইল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফরেনসিক টিম

মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের বিপরীতে মার্কেনটাইল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Fire Breaks Out In Mercantile Building Near Lalbazar, Kolkata)। মার্কেনটাইল বিল্ডিং-এর দোতালায় একটি বেসরকারি পোর্টালের অফিসে আগুন লাগে। হঠাৎ অফিস থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্হানীয় সূত্রের খবর।

অফিসে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে‌ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান (Minister Sujit Basu), এই মার্কেনটাইল বিল্ডিং নিয়ে বহু মামলা-মোকদ্দমা রয়েছে। কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা এই বহুতলের ছিল না। আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিমের আধিকারিকরা। তাদের রিপোর্ট প্রকাশের পর আগুন লাগার কারণ জানা যাবে।

তবে দমকল আধিকারিকেরা জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বহুতলের চারতলায় ছয়টি পরিবার বাস করেন। তারা প্রথম থেকে সতর্ক থাকায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু।

সম্প্রতি পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের পরেও শহর যে শিক্ষা নেয়নি, তারই প্রমাণ রাখে মার্কেনটাইল বিল্ডিংয়ের এই অগ্নিকাণ্ডের ঘটনা। বহুতলে বিভিন্ন অফিস থাকা সত্ত্বেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা কোন সুবিধা না থাকায় বারবারই ঘটে চলেছে এ ধরনের অগ্নিকাণ্ড। এই সমস্যার সুরাহা ঠিক কোথায় তা আজও অধরা।