খবররাজনীতিরাজ্যসর্বশেষ

West Bengal Election 2021 : পুরসভার সমস্ত দায়িত্ব্য থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

আর কিছুদিন তারপর এই হতে চলেছে বিধানসভা ভোটের তুমুল লড়াই। কে হারবে কে জিতবে তার ফলাফল নিশ্চিত হবে ২রা মে, এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের সকলেই অপেক্ষা করে আছে সেই দিনের। এক এক করে এবার ভোটের নানান নিয়ম প্রতিফলিত হতে চলেছে, ফিরহাদ হাকিম পৌরসভার সমস্ত দায়িত্বের পদ থেকে ইস্তফা দিলেন। ভোটের প্রার্থী হিসেবে পুরসভা গুলিতে কোনরকম প্রশাসক বা রাজনৈতিক কোন ব্যক্তিত্বই চেয়ারম্যান পদে থাকতে পারবেন না বলেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। (West Bengal Assembly Election 2021 News Update : TMC leader Firhad Hakim resigns from Kolkata Purosabha Municipal Corporation duty according to the order of election commission)

শনিবারে এই ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোন চেয়ারম্যান এবং যারা রাজনৈতিক এর সঙ্গে যুক্ত রয়েছে ওই পদে থাকতে পারবেন না। ওই পদ গুলি থেকে রাজনৈতিকের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে বাদ দিয়ে সরকারি যে সমস্ত অফিসার তাদেরই রাখা হবে, যাতে নিরপেক্ষ ভবে ভোট হয়, সেই জন্যেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা শহর রাজ্যে প্রায় ১১২ টি পুরসভা রয়েছে এবং সেখানে আপাতত রাজনৈতিক ব্যক্তিত্বদের বাদ দিয়ে সরকারি অফিসারদের রাখা হয়েছে, কিন্তু বাদবাকি যে সমস্ত পৌরসভা গুলি রয়েছে সেগুলোতে আপাতত রাজনৈতিক ব্যক্তিত্বরাই রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারম্যান হলেন ফিরহাদ হাকিম এবং আপাতত নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তাকে ওই পদ ছাড়তে হয়েছে।

বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল যে, পৌরসভায় যে সমস্ত প্রশাসকরা রয়েছেন তারা পক্ষপাতিত্ব করছেন এবং এই ধরনের পক্ষপাতিত্বর জন্যই নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিলেন। নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি রাজ্যের মুখ্যসচিব এবং উন্নয়ন দপ্তরের প্রধান সচিব থাকবে তারই নেতৃত্বে একটি কমিটি করা হবে এবং পুরসভা গুলিতে সরকারি অফিসারদের বসাতে হবে।

firhad hakim resigns from kolkata purosabha duty according to the order of election commission
West Bengal Election 2021 : পুরসভার সমস্ত দায়িত্ব্য থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম