সরকারি নিয়ম কানুন মেনে লকডাউন এ প্রথম বিয়ে ফেসবুক প্রেমিকের

সমগ্র দেশ জুড়ে কোন ভাইরাসের মারাত্মক ছোবলে জারি হয়েছে লকডাউন। তাই মানুষ খুব জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা রাখছে না। সঙ্গতভাবেই আনন্দ-উৎসব, বিয়ে এসব থেকে স্বাভাবিক ভাবে মানুষ জন্য দূরে রয়েছেন। কিন্তু এই লকডাউনের মাঝখানেই প্রথমবারের জন্য বিয়ের সাক্ষী থাকল দক্ষিণ ভারতের কেরালা

সোশ্যাল মিডিয়ার ফেসবুকে আলাপ হওয়া দিল্লির সানি সূত্রধর এবং সাঁতারু প্রশিক্ষক শুভ্রা আস্তে আস্তে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েন। এমনকি দুই পরিবারের পক্ষ থেকেও এই সম্পর্ক মেনে নেয়। অবশেষে দুই পরিবারের পিতা-মাতা এই বিয়েতে সম্মতি প্রদান করে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় করোনার জেরে চালু হওয়া লকডাউন। কিন্তু লকডাউনের সাথে সাথে দিল্লিতে প্রত্যেককেই কাজে যোগ দিতে হবে। এই কারণে প্রশাসনের কাছ থেকে বিয়ের পারমিশন চেয়েছিল বরপক্ষ। অবশেষে তারা সরকারের অনুমতি পেয়ে যায়। এভাবে মাত্র কুড়িজন আমন্ত্রিতের উপস্থিতিতে শুধু মাত্র দুই দিনেই বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করে তারা।

মহাকুমার প্রশাসক অনিরুদ্ধ রায় ব্যক্ত করেছেন, “বিয়ে সম্পন্ন করার জন্য সাতটি নিয়ম পালন করতে বলা হয়েছিল। তারা প্রথাগত নিয়মের বাইরে অন্য কোন প্রকার আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারবে না। দুই পক্ষ মিলিয়ে সর্বোচ্চ আমন্ত্রিত হবে মাত্র কুড়ি জন। গাড়িচালককে মাস্ক পড়ে থাকতে হবে এবং নিরাপদ দূরত্ব মেনে কেবলমাত্র একটি মাত্র যাত্রী বহন করতে পারবে। আর আমরা সন্তুষ্ট দে তারা আমাদের সমস্ত নিয়ম কানুন মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে।”

হাই বন্ধুরা, প্রতিদিনের মজাদার খবর পাওয়ার জন্য 365 রিপোর্টার বাংলা বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *