ক্রিকেটখেলাসর্বশেষ

খাদ্যে বিষক্রিয়া, আক্রান্ত গেইল – বিস্ফোরক মন্তব্য করলেন অনিল কুম্বলে

করোনার এই মারাত্মক সংকটে ক্রিকেট প্রেমীদের জন্য আইপিএল নিয়ে এলো এক আনন্দের হাওয়া। দর্শকশূন্য ময়দানে খেলা হবার সিদ্ধান্ত নেয়ার পরেও, প্রত্যেকটা মানুষ আজ খুশি যে, আইপিএল অনুষ্ঠিত হবে। অবশেষে অপেক্ষার অবসর ঘটিয়ে আইপিএল আজ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে।

কিংস ইলেভেন পাঞ্জাব হেরে গেল হায়দ্রাবাদের দুই ওপেনারের চূড়ান্ত ইনিংসের কাছে (KXIP loses against SRH)। পাঞ্জাবের এরকম হারার কারণ কি ? এরকম প্রশ্ন বার বারই উঠতে দেখা গেছে। কেন ক্রিস গেইল ময়দানে নামছেন না ? কেন পাঞ্জাবের হয়ে ক্রিস গেইল খেলছেন না ?

এরকম প্রশ্ন ওঠার পরই অনিল কুম্বলে জানান খাবারের বিষক্রিয়ায় গেইল আক্রান্ত হয়েছে, যার জন্য তার খেলার কথা থাকলেও ফুড পয়জনিং এর জন্য মাঠে অংশগ্রহণ করতে পারেননি তিনি (365 Reporter Bangla IPL 2020 News : Food poisoning infected Chris Gayle -explosive comments from Anil Kumble)।

big hitter chris gayle in ipl 2020
সুপারস্টার ক্রিস গেইল (ফটো ক্রেডিটঃ ট্যুইটার )

আইপিএল শুরু হয়ে আজ মাঝের পথে চলে এলো এবং এখনো পর্যন্ত গেইলকে মাঠে দেখা যাচ্ছে না, গেইল এমন একজন খেলোয়াড় যাকে বলা যায় এক কথায় সুপারস্টার। তার খেলা দেখার জন্য সব সময় উৎসুক থাকেন দর্শকরা। আর আজ তিনিই ফিল্ডে নেই, তাই উঠে আসছে একাধিক প্রশ্ন।

পাঞ্জাবের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল খেলায় চূড়ান্তভাবে হেরে যাওয়ার ফলে চিন্তাভাবনা করা হয়েছিল যে গেইলকে তার জায়গাতে আনা হবে। কিন্তু গেইলের অসুস্থতার কারণে এখনও পর্যন্ত তাকে খেলার অংশগ্রহণ করতে দেখা যায়নি।

২০২০ এর আইপিএলে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি পাঁচটি খেলার মধ্যে চারটিতে হেরে গিয়েছেন এবং যার জন্য তৈরি হয়েছে দুশ্চিন্তা।

এখন প্রশ্ন হলো কবে তাহলে গেইল মাঠে নামতে পারবেন! পাঞ্জাবের ব্যাটিং পর্যায়ের কোচ জানান যে তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব গেইলকে যাতে আবার ফিল্ডে ফেরানো যায়। ক্রিকেট প্রেমীদের এখন একটাই আশা যে কবে তারা মাঠে দেখতে পাবেন গেইলকে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।