খবরদেশসর্বশেষ

ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু 4 জন সাধারন ও 3 জওয়ানের

Kashmir : আর মাত্র একদিন পরেই বড় উৎসব দীপাবলি। তবে এর মধ্যেই পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করলো। তারা উড়িতে গুলিবর্ষণ করল। আর এর ফলে ভারতীয় সাতজনের মৃত্যু ঘটলো। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন 4 জন সাধারণ মানুষ এবং 3 জন জওয়ান। (East Kashmir Border News : Four civilians and three soldiers were killed in firing by Pakistani troops on the India-Pakistan border in Uri Sector, Hajipur, Baramulla district, East Kashmir)

প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরের হাজীপুরে। মূলত ওই স্থানে কোন কারন ছাড়াই পাকিস্তানি সেনারা লাইন অব একচুয়াল কন্ট্রোলে যুদ্ধবিরতি নীতি ভঙ্গ করে এবং প্রবল গোলাগুলি শুরু করে দেয়। এমনকি তারা সীমান্তের নিকটবর্তী যে সমস্ত সাধারণ মানুষের ঘরবাড়ি ছিল সে দিকে লক্ষ্য করেও গোলাবর্ষণ করে।

তবে ভারতীয় জওয়ানরা এই সমস্ত দেখে হাত গুটিয়ে বসে থাকেনি। তারাও গুলি ছুঁড়তে শুরু করে। ভারত এবং পাকিস্তান নিরাপত্তারক্ষীদের মধ্যে প্রবল পরিমাণে গোলাগুলির সূত্রপাত হয়। আর তা অনেকক্ষণ ধরে চলে। আর পাকিস্তানি সেনাদের গুলিতে মৃত্যু ঘটে বিএসএফের এক জওয়ানের। জানা গিয়েছে ওই অফিসার ছিলেন সাব-ইন্সপেক্টর লেভেলের এবং নাম রাকেশ ডোভাল। এর সঙ্গে ভারতীয় সেনাদলের দুইজনের মৃত্যু ঘটেছে এবং তারা ৫৯ রেজিমেন্টের মেম্বার।

অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে জানা গেল, মোট 4 জন সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে। এরমধ্যে মহিলা ও রয়েছেন। মৃতদের নাম যথাক্রমে ফারুকা বেগম, নাদির হুসেন, তাহির জ্বালাউদ্দিন এবং ইরশাদ আহমেদ।

মূলত পাকিস্তানি সেনাদের এরকম অতর্কিত গুলি চালানো হয় সাধারণ মানুষের মধ্যে প্রবল ভীতির সঞ্চার ঘটেছে। আর স্বাভাবিকভাবেই তারা নিজেদের ঘর ছেড়ে অন্য নিরাপদ স্থানে চলে গিয়েছেন। আর এই ব্যাপারে তাদের বিপুল ভাবে সাহায্য করেছে ভারতীয় সেনাবাহিনী। অনেক মানুষ আবার বাংকারের মধ্যে ঢুকে নিজেদের জীবন রক্ষা করার প্রচেষ্টা করেছেন।

প্রতিরক্ষামন্ত্রক থেকে জানানো হলো, কামালকোট সেক্টরের চুরান্দা, সিলিকোট, গরকোট, হাতলাঙ্গা, নাম্বলা এবং রুস্তম মহল্লায় প্রবল গোলাগুলির সূত্রপাত ঘটায় পাকিস্তানি সেনাবাহিনী। অপরদিকে গুরেজ সেক্টরের বান্দিপুর রাতে একই প্রকারের ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তানি সেনাবাহিনী। আর সেখানে 4 জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আর আহতদের নাম যথাক্রমে রিহানা খুরশিদ, মুনাজা জামশিদ, জাবর আহমেদ ও সাদা বেগম। (Pakistani soldiers fire bullets on Churanda, Silicoat, Gorkoat, Hatlanga, Nambla etc areas)

Four civilians and three soldiers were killed in firing by Pakistani troops on the India-Pakistan border
ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু 4 জন সাধারন ও 3 জওয়ানের

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।