টেকনোলজিসর্বশেষ

পুজোতে ঘরে বসেই পান দামি ফোন, জানতে গেলে ক্লিক করুন নিচের লিংকে

পুজো চলে আসছে এবং তার সঙ্গে চলে আসছে সাধারণ মানুষের জন্য বড়োসড়ো অফার ফ্লিপকার্ট ও অ্যামাজনের তরফ থেকে । এবার পুজোর উপহার হিসেবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন নিয়ে আসছে অনেক কিছু ইলেকট্রনিক্স এর জিনিসপত্র যা খুব অল্প দামে সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে দেবে।

ফ্লিপকার্ট তার “বিগ বিলিয়ন ডে” সেল শুরু করবে ১৬ই অক্টোবর থেকে এবং অ্যামাজনের “গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল” শুরু হবে ১৭ই অক্টোবর থেকে (Flipkart’s Big Billion Day from 16 October and Amazon’s Great Indian Festival from 17 October)।

তারপরে সেই সুযোগ, যেখানে সাধারণ মানুষেরা পেয়ে যাবেন কমদামে জিনিসপত্র (365 Reporter Bangla Mobile News : Get branded mobile from home in durga puja 2020)।

apple iphone 11
অ্যাপেল আইফোন 11 (ফটো ক্রেডিটঃ অ্যামাজন)

তবে এই সেলে বিশেষ কিছু জিনিসপত্রের দাম সাধারণ মানুষের জন্য আনন্দের হবে বলে মনে করা হচ্ছে।

অ্যামাজন ফেস্টিভ্যালে ‘ওয়ান প্লাস নর্ড গ্রেট’ (One Plus Nord Great)যেটি এখনো আসেনি সেটি ইন্ডিয়ান ফেস্টিভ্যালে বিশেষভাবে ছাড় দেওয়া হবে এবং এটির দাম ২৪,৯৯৯ টাকা দামের চালু হলেও ছাড় দিয়ে এটি হয়তো ২০,৯৯৯ থেকে ২৪,৯৯৯ এর মধ্যে হবে।

এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ ‘আইফোন -১১’, যা ৫০ হাজার বা তার কমেও বিক্রি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমাজনে।

পুজোর সবচেয়ে বড় উপহার বলে সাধারণ মানুষের কাছে ধরা যায় “এল.জি জি- ৮ এক্স” যেটি দাম ৫৪,৯৯০ টাকা (LG G8X price is 54,990) । গ্রাহকদের কাছে সবচেয়ে খুশির খবর হলো এটি একটি সীমিত অফার হলেও এই ‘জি-৮ এক্স’ পেয়ে যাবেন মাত্র ১৯,৯০০ টাকায়। এবং আশা করা যাচ্ছে এটি সাধারণ মানুষের কাছে পুজোর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার বলে বিবেচিত হবে।

এছাড়াও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে থাকছে বিশেষ ছাড় যেমন, অ্যালেক্সা পাওয়ার্ড ইকো স্পিকারের দামের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন অফার।

“স্যামসাং গ্যালাক্সি এম-৫১” স্মার্ট ফোনটি ফেস্টিভাল সেলের মধ্যে পাওয়া যাবে ২০,৯৯৯ থেকে ২৮,৯৯৯ টাকার মধ্যে (Samsung Galaxy M-51)।

“রিয়েলমি এক্স প্রো” প্রথম ৫জি সাপোর্টেড ফোনটি “বিগ বিলিয়ন ডে” -তে যথাযথভাবে আশা করা যায় সস্তায় কিছুটা হলেও ছাড় দিয়ে ফ্লিপকার্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে (Realme X Pro 5G on Big Billion Day)।

এছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম অফার যা সাধারণ মানুষের পক্ষে পুজোর বিশেষ উপহার হিসেবে ধরা দেবে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।