বিদেশভাইরালসর্বশেষ

বিশ্বে প্রথম দেখা গেলো একটি বিশাল ইঁদুর, অজ্ঞান হয়ে গেলো সাফাই কর্মীরা ! ভিডিও ভাইরাল

মেস্কিকো শহরের ড্রেন থেকে আবিষ্কার হল একটি বিশাল আকারের দানবীয় ইঁদুর। বুধবার সকাল বেলা ড্রেন পরিস্কার কাজে নেমে ছিলেন সাফাই কর্মীরা (365 Reporter Bangla Viral News: A giant rat found from a drain in Mexico)। পুরোদমে কাজ চলছিল তখন। কিন্তু হঠাৎ কোন কিছু একটি বস্তু দেখে তারা হকচকিয়ে গেছিলেন। কি সেই বস্তু ? তাদের চোখের সামনে ধরা পড়েছে একটি রাক্ষস ইঁদুর। হ্যাঁ রাক্ষস বলার কারণ আছে বৈকি। যেই ইঁদুরটি ধরা পড়েছে তার উচ্চতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমান।

মেস্কিকো শহরের ড্রেন থেকে যখন ২২ টন আবর্জনা পরিষ্কারের কাজ করা হচ্ছিল। ঠিক তখনই সাফাই কর্মীরা দেখতে পেলেন এই দানবীয় ইঁদুরটিকে। ড্রেন থেকে উদ্ধার করার পর স্বাভাবিকভাবেই এই ইঁদুরটিকে দেখে চমকে যায় সকলে। সামাজিক দূরত্ব ভুলে গিয়ে রীতিমতো একে অপরের গায়ে উঠে পড়ে দেখতে শুরু করে দেন এই বিশাল আকার ইঁদুরটিকে। পরিস্থিতি সামাল দেবার জন্য সেখানে ছুটে আসেন পুলিশকর্মীরা।

বিশাল এই ইঁদুরটি তখন ছিল একেবারেই নোংরা। তাকে পরিষ্কার করতে হোজ পাইপ নিয়ে আসতে হলো। পরিষ্কার করতেই বিষয়টি পরিষ্কার হয়ে গেল সকলের সামনে।

a giant rat
দানব আকৃতির ইঁদুর (ফটো ক্রেডিটঃ ট্যুইটার)

এটি কোন আসলে ইঁদুর নয়, এটি হলো একটি ইঁদুরের বিশাল প্রতিকৃতি। গতবছর হ্যালোউইন উপলক্ষে শিল্পী ইভলিন লোপেজ বানিয়েছিলেন এটি (Artist Evelyn Lopez made it during last year Halloween)। উৎসব মিটে যাবার পর এটিকে দরকার পড়েনি কারোর। তখন বেচারা ইঁদুরকে ফেলে দেওয়া ড্রেনে। তখন থেকে নোংরা জল মেখে ড্রেনেই পড়েছিল এই ইঁদুর বাবাজি।

তবে আসল হোক অথবা নকল, এই ইঁদুরটিকে দেখার জন্য মেস্কিকো শহরে ভিড় করেছে অগুনতি মানুষ। মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এই খবরটি। আবাল-বৃদ্ধ-বনিতা ঝাঁপিয়ে পড়েছে এ রাক্ষসে ইঁদুরটিকে দেখার জন্য।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।