খবরভাইরালসর্বশেষ

4 বয়ফ্রেন্ড এর মধ্য থেকে লটারি খেলে বিয়ে হলো তরুণীর, ঘটনা উত্তরপ্রদেশের

লটারি, নামটার সাথে জুয়া অথবা সাট্টা খেলার নাম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা সকলেই ছোট পথে বড় কিছু পাবার আশায় মাঝে মাঝে কেটে লটারি টিকিট। এটাও যেনো একটা নেশার মত। বারবার ব্যর্থ হয়েও আমরা কিছু টাকার লোভে প্রায় প্রতিনিয়ত আমাদের জমানো অর্থ খরচ করে লটারি টিকিট কেটে থাকি। (Uttar Pradesh Viral News : Girl is married by lottery from 4 boyfriends in Uttar Pradesh)

সম্প্রতি এ রকমই একটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের একটি গ্রামে। আম্বেদকর নগরের টান্ডা থানা এলাকার এক তরুণী ৫ দিন আগে পালিয়ে গিয়েছিলেন চারজন যুবকের সঙ্গে। চারজন যুবকের সঙ্গে প্রেম করতেন ওই যুবতী একই সঙ্গে। (4 premik er moddho theke lottery khele bia deowa holo tarunir in Ambedkar Nagar, Uttar Pradesh)

ওই যুবকরা প্রত্যেকে আজিমনগর থানা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে মেয়েটি তাদের মধ্যে এক যুবকের আত্মীয়র বাড়িতে ছিলেন।খোঁজ করার পর ওই তরুণী সহ চারজন্ যুবকের সন্ধান পাওয়া যায়। ঘটনা সামনে আসতে না আসতেই বাড়ি ফিরে আসতে বাধ্য হয় মেয়ে সহ চারজন যুবক।

সম্পূর্ণ ঘটনাটি প্রসঙ্গে পঞ্চায়েতের সভা বসে। সেখানে তরুনীর পরিবারকে প্রস্তাব দেওয়া হয়ে যে, ওই চারজনের মধ্যে একজনকে বিয়ে করতে হবে তরুণীকে।কিন্তু ওই চার জনের মধ্যে কাকে বিয়ে করবেন ওই তরুণী, এই নিয়ে জটিলতা তৈরি হয়ে যায়।

চারজনের মধ্যে কাকে বিয়ে করবে সেটা কিছুতেই ঠিক করে উঠতে পারছিল না সেই তরুণী। অন্যদিকে যুবকরাও ঠিক করে উঠতে পারছিল না যে, তাদের মধ্যে কে বিয়ে করবে তরুণীকে।

অবশেষে এই সমস্যার সমাধান বের করলেন পঞ্চায়েত প্রধানরা। পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা ঠিক করেন যে, একটি পাত্রে লেখা থাকবে এই চার যুবকের নাম। এই চারজনের মধ্যে যার নাম বেছে নেওয়া হবে, তাকেই বিয়ে করবে তরুণী। সেই মত একটি পাত্রে চারজনের নাম লিখে রেখে দেওয়া হল কয়েকটি কাগজ। গ্রামের একটি বাচ্চাকে সেখান থেকে কাগজ তুলতে বলা হয়। সেই কাগজের মধ্যে যে যুবকের নাম ছিল, অবশেষে তাকেই বিয়ে করেছেন তরুণী।

girl is married by lottery from 4 boyfriends in uttar pradesh
4 বয়ফ্রেন্ড এর মধ্য থেকে লটারি খেলে বিয়ে হলো তরুণীর, ঘটনা উত্তরপ্রদেশের