ক্রিকেটখবরখেলাসর্বশেষ

চিয়ারলিডার নিয়ে কটাক্ষের অবশেষে জবাব দিলেন ম্যাক্সওয়েল

১০ কোটি টাকা প্রায় দাম উঠেছিল ম্যাক্সওয়েলের, আইপিএলে তিনি খেলার দিক থেকে তেমন বিশেষ কিছুই করে উঠতে পারেননি। ম্যাক্সওয়েল ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে নেমেছিলেন, এবং সেখান মতো খেলতে না পারার কারণে তাকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ করে ফেললেন বীরেন্দ্র সেহবাগ। ১০ কোটি টাকার লিডারশিপ নিয়ে ব্যঙ্গ করে বসলেন ম্যাক্সওয়েলের। (Glenn Maxwell comments on Cheerleader slams)

তবে বীরেন্দ্র সেবাগের কটাক্ষের জবাব দিলেন ম্যাক্সওয়েল স্টেপ আউট থেকে বেরিয়ে। তিনি বীরেন্দ্র শেবাগের কটাক্ষের উত্তর দিয়ে সাক্ষাৎকারে বলেন যে, “সেহবাগ মাত্র মিডিয়ার প্রচারই চান এবং যার কারণে তিনি এই ধরনের মন্তব্য করে থাকে”।

কিংস ইলেভেন পাঞ্জাবের দলের হয়ে হয়ে ম্যাক্স ওয়েল প্রায় ১৩ টি ম্যাচ এখনো পর্যন্ত খেলেছেন। ভালো খেলেনি অস্ট্রেলিয়ার আইপিএলের সময়ও। ১৫ পয়েন্ট ৪২ ওভারে প্রায় ১০৮ রানের বেশি তিনি কখনোই আর করতে পারেননি। ম্যাক্স ওয়েল বিগ হিটার বলেই পরিচিত পুরো বিশ্বে।

বিগ হিটার বলে পরিচিত হয়ে থাকলেও তিনি এবারের আইপিএলে দলের হয়ে একটি ছয় মারতে পারেন নি। সেহবাগ ম্যাক্সওয়েলকে নিয়ে মন্তব্য করে বলেন যে,”১০ কোটি টাকা ম্যাক্সওয়েলের জন্য বেশি ব্যয় করা হয়ে গেছে, কোন কাজে এসে লাগতে পারে নি। এক বছর ধরেই ভালোমতো খেলা তিনি খেলছেন না। যথেষ্ট বাজে পারফরম্যান্স করেছে”।

সেবাগের এই কটাক্ষের জবাব দিয়ে ম্যাক্সওয়েল বলেছেন যে,” আমার খেলাতে কি কি জায়গাটা খারাপ লেগেছে এবং কোন জায়গাটা তার অপছন্দ হয়েছে সেটা বীরেন্দ্র সেহবাগ আমাকে নিজে এসে বলতে পারতো, এরকমভাবে মিডিয়ার সামনে প্রচার করার কোন মানে হয় না । আসলে ওনার স্বভাবটাই ঠিক এরকম সবকিছুই যতটা না হয় তার থেকে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে বলতেই পছন্দ করেন”।

Glenn Maxwell comments on Cheerleader slams
চিয়ারলিডার নিয়ে কটাক্ষের অবশেষে জবাব দিলেন ম্যাক্সওয়েল (Credit : Google)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।