রাজ্যসর্বশেষ

সরকারের কাছে পাওনা এক কোটি, স্বেচ্ছা‌মৃত্যুর আবেদন মালদা-র ঠিকাদারের

কখনও কাটমানি (Katmani), তো কখনও ভয় দেখিয়ে জোর করে কাজ করানো, এরকম অভিযোগ বহুবার উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার অভিযোগ টাকা না দিয়ে কাজ করিয়ে নেওয়ার। সম্প্রতি মালদার চাঁচোল এর ঠিকাদার ও তার স্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

তাদের দাবি প্রায় ৫০ লক্ষ টাকা তাদের প্রাপ্য এবং ২০১৯ সালে মহকুমা শাসকের বাংলোর সংস্কার নিয়ে মোট পাওনা ১ কোটি টাকা। কিন্তু কাজের ইন্সপেকশন হয়ে গেলেও বকেয়া রয়ে গেছে প্রাপ্য টাকার।

ঠিকাদারের অভিযোগ, মহকুমা শাসকের কাছে টাকা না পাওয়ার অভিযোগ জানালে তাদের ব্যক্তিগত বাড়িটি হস্তগত করা হয় মহকুমা শাসকের তরফে। অন্যদিকে এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন মহকুমার শাসক।

এই সংকটের পরিস্থিতিতে ওই ঠিকাদার মুখ্যমন্ত্রী ও রাষ্টপতির কাছে আবেদন জানিয়েছেন স্বেচ্ছামৃত্যুতে অনুমতি দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন তার পাওনা টাকা ফেরত দেওয়া হোক, নয়তো স্বেচ্ছা‌মৃত্যুর আবেদন মেনে নেওয়া হোক।

তবে এই পরিস্থিতিতে মালদা জেলার তৃণমূল মুখপাত্র জানিয়েছেন, ঠিকাদারের কাজের নথিপত্রে কোন সমস্যা ছিল। নাহলে তিনি টাকা যথাসময়ে পেয়ে যেতেন। অন্যদিকে মালদা জেলার বিজেপি সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, এই সরকারের রাজত্বে কাটমানি ছাড়া পাওনা টাকা পাওয়া মুশকিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদা জেলা জুড়ে।