ব্যবসাসর্বশেষ

দীপাবলীর আগে আরও সস্তায় সোনা কেনার সুযোগ করে দিচ্ছে সরকার

সোনা, এমন একটি ধাতু যা কিনতে চান প্রত্যেক মানুষ। কোন কোন মানুষ আবার সোনাকে ভবিষ্যতের পুঁজি হিসেবে জমিয়ে রাখা পছন্দ করেন। ভারতীয় বিশেষত বাঙ্গালীদের মধ্যে তেমন কোনো মহিলা নেই যারা সোনা কিনতে এবং পড়তে পছন্দ করেন না। যেভাবে উত্তরোত্তর সোনার দাম কমছে,অদূর ভবিষ্যতে বাঙালিরা নিজেদের মনের মত সোনা গড়িয়ে নিতে পারবেন বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি মহামারীর জন্য অনেকে দাম বেড়ে গেছিলো সোনার। কিন্তু বিশ্বের বাজারে ভ্যাকসিন আসার আগেই এই ভাবে সোনার দাম প্রথম বাঙ্গালীদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে (365 Reporter Bangla Business News : Indian Govt offers to buy gold in a cheap price before Diwali)।

govt offers gold in a cheap price
সস্তায় সোনা কেনার সুযোগ করে দিচ্ছে সরকার

আবারো বাঙালির হাতের কাছে চলে এলো সোনা। আরো একবার সস্তায় সোনা কেনার সুযোগ নিয়ে হাজির ভারতবর্ষের সরকার। Sovereign Gold Bond Scheme সপ্তম সিরিজ খুব তাড়াতাড়ি জারি করতে চলেছে সরকার। এই বন্ড অনুযায়ী সাবস্ক্রিপশন আগামী ১২ থেকে ১৬ ই অক্টোবর এর মধ্যে নিতে পারবেন আপনারা। আগামী ২০ শে অক্টোবর রাখা হয়েছে সেটেলমেন্ট ডেট।তবে রিজার্ভ ব্যাংকে অনুমতির পর অনলাইনে এই বন্ড কিনতে পারবেন যারা তাদের ৫০ টাকার ছাড় দেওয়া হবে। এর জন্য অনলাইন পেমেন্ট করতে হবে আপনাকে। তাই দেরি না করে আজই সত্বর অনলাইন পেমেন্ট করে ফেলুন আর পেয়ে যান মনের মত সোনা কেনার সুযোগ (Indian Govt offers to buy gold in a cheap price before Diwali)।

সম্প্রতি গোল্ড এর মূল্য অনুসারে প্রতি গ্রামে নির্ধারিত করা হয়েছে ৫০৫১ টাকা। অনলাইনে কিনলে প্রতি গ্রামে নেওয়া হবে ৫০০১ টাকা। এর আগে বন্ড সিরিজের ইস্যু প্রাইজ রাখা হয়েছিল ৫১১৭ টাকা। এই সাবস্ক্রিপশন খোলা ছিল গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারের তরফ থেকে স্যুভেরিন গল্ড বন্ড স্কিম Sovereign Gold Bond জারি করা হয়ে থাকে ৷

সোনাতে ইনভেস্ট করার জন্য ভারত সরকার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে এই পদ্ধতি জারি করেছে। এই ঘটনার মূল উদ্দেশ্য হলো সোনার ফিজিক্যাল ডিমান্ড কম করা। এর ফলে দেশে সোনার আমদানি করা যেতে পারে। চলতি বছরের আগে স্কিম চালু করা হয়েছিল ২০১৫ সালে। এই বন্ড অনুযায়ী দেশের যে কোন ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।