অপরাধখবরদেশসর্বশেষ

দীর্ঘ উনিশ বছর পর শ্রীঘরে চালান করলো গোধরা কান্ডের অভিযুক্ত রফিককে – Godhra Train Coach Fire Accused Rafiq Hussain Bhatuk

প্রায়ই আমাদের মধ্যে একটি কথা প্রচলিত হয় ধৈর্য ধরো, ধৈর্য্য এমন একটা জিনিস যা সবার মধ্যে নেই, কিন্তু প্রত্যেকেই ধৈর্য ধরা উচিত। ধৈর্য ধরলে সমস্ত কিছুই ভালো ফল পাওয়া যায়। তেমনই 19 বছর পরে সেই ধৈর্যের অবসান ঘটল, অবশেষে ধরা পড়ল গো ধরা কান্ডের অভিযুক্ত রফিক হোসেন ভাটুক। গোধরা কান্ডের মূল অভিযুক্ত বহু বছর ধরে পুলিশ খুঁজে বেড়াচ্ছিলেন , কিন্তু কোনোভাবেই তিনি পুলিশের হাতে আসছিলেন না। (Gujarat Police catches Godhra train coaach fire accused Rafiq Hussain Bhatuk)

আজ এখানে কাল সেখানে যাযাবর জীবন যাপন করছিলেন তিনি। তিনি অনেকটা সময় দিল্লিতে থেকেছেন ,আবার কখনো গুজরাটে থেকেছেন। দিনমজুরের কাজ করে পেট চালাতেন।

নিজের বাড়িঘর যা ছিল এমনকি রিক্সা পর্যন্ত বেচে দিয়েছিলেন, কিন্তু এবারে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল। যার ফলে বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে এসে ঘরে ঢুকতেই গুজরাট পুলিশ তাকে পাকড়াও করে।

19 বছরের অপেক্ষার অবসান শেষ, গুজরাটের সুলতান ফায়ারের পরিবারে বসবাস করতেন তার পরিবার, এবারের দিল্লি থেকে এসে পরিবারের সাথে দেখা করতে এসে ধরা পড়ে গেলেন পুলিশের জালে।

2002 সালের 27 শে ফেব্রুয়ারি সবরমতি এক্সপ্রেস আগুন ধরিয়ে দিয়েছিল রফিক, তাতে প্রায় 59 জনের মৃত্যু ঘটেছিল, 15 জনের এফআইআর দায়ের হয়েছিল পুলিশের কাছে। মৃত্যু হয় হাজারেরও বেশি মানুষের।

সেই মর্মান্তিক দিন মানুষ ভুলতে পারেনি, সেই থেকে রফিক হোসেনের খোঁজ চালাচ্ছে পুলিশ, বারে বারে ব্যর্থ হয়েও পুলিশ হাল ছাড়েননি, তাই শেষমেষ সাফল্য অর্জন করেই ফেলল, আর যে খবরটি মানুষের কাছে অনেক স্বস্তির বার্তা বয়ে আনলো। সবাই তার জন্য চরম শাস্তির ই কামনা করবেন।