কলকাতাখবরসর্বশেষ

ষষ্ঠী সকালেই শোনা গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা।

Kolkata : অবশেষে শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। করোনা পরিস্থিতি যথেষ্ট কাটিয়ে উঠে অবশেষে আনন্দ উৎসবে মুখরিত হতে পেরে আনন্দিত সমগ্র বাঙালি। বিশেষ করে কলকাতাবাসীদের মনে উচ্ছ্বাসের শেষ নেই। জগৎ বিখ্যাত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে বাঙালিরা আনন্দ করবে না তা কি কখনো হয়! করোনা যতই চোখ লাল করুক না কেন, নির্দিষ্ট সাবধানতা অবলম্বন করে শুরু হয়ে গেছে প্যান্ডেল পরিদর্শন। কিন্তু এই বছর পুজোর প্রথম দিনই শোনা গেল একটি মর্মান্তিক খবর। (Horrific motorbike accident occurs in shasti sakal)

কলকাতার একাধিক পূজামণ্ডপগুলোতে ভিড় উপচে পড়ছে, যদিও সচেতনতা বিষয়ে সরকার যথেষ্ট কড়া নজরদারি ও রেখেছেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে করোনার প্রকোপ যাতে না বৃদ্ধি পায় সেদিকেও নজর রাখা হয়েছে। চতুর্থ দিন থেকেই রাতভর ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আর কলকাতাবাসী মানেই রাত জেগে প্যান্ডেল পরিদর্শন।

তবে ইতিমধ্যে পুজোর মুখে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কলকাতার রাস্তায়। মহাষষ্ঠীর সকালেই দুই যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হলেন। ঘটনাটি ঘটেছে বিজন সেতুর ওপর। এই দিন সকালে যখন ঘটনাটি ঘটেছে তখন প্রায় সকাল ৬ টা বাজে। সূত্রের খবর থেকে জানা গেছে ঐদিন সকালে দুইজন যুবক একটি মোটর বাইক নিয়ে বেপরোয়া গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের গন্তব্য স্থল ছিল কসবা থেকে গড়িয়ার দিকে। (Accident occurs on Bijon Setu, Rash Behari Avenue, Ekdalia, Kolkata. They are riding from Kasba to Garia)

অবশেষে তারা বিজন সেতুর ওপর আচমকা বাইকের নিয়ন্ত্রণ হারায় ফলে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। স্থানীয় লোকদের থেকে জানা যায় রাস্তাটি ভিজেছিল কারণ গতকাল বৃষ্টি হয়েছিল। এর ফলে রাস্তা ভিজে হওয়ার সাথে সাথে পিচ্ছিল ছিল যথেষ্ট এবং স্থানীয় লোকেরা দাবি করেছেন এই পিচ্চির রাস্তাতেই তাদের বাইকটি স্কিট করেছিল। যেহেতু বাইকটির গতি অত্যন্ত দ্রুত ছিল তাই স্কির্ট করে ধাক্কা খাওয়ার পর দুইজন যুবক যথেষ্ট দূরে ছিটকে চলে যান এর ফলে একজনের মাথা তৎক্ষণাৎ থেঁতলে যায়, অপর যুবক ও যথেষ্ট গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসাধীন থাকলেও তারা যথেষ্ট গুরুতর অবস্থায় আছে বলে জানা গেছে।

তবে পুলিশের মন্তব্য থেকে জানা যাচ্ছে এই দুই যুবক গতকাল অর্থাৎ পঞ্চমীর রাত্রে ঠাকুর দেখেই ভোরবেলা বাড়ি ফিরছিল এবং তারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল বলে মনে করা হয়েছে। এর ফলেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন গুরুতর ভাবে অ্যাকসিডেন্ট করে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।