বিনোদনভাইরালসর্বশেষ

সুশান্তের কাজের লোক নীরাজ মৃত্যুর দিনের সমস্ত ঘটনা খুলে বললেন

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর দুই মাস পর সিবিআই এই মামলাটিকে হাতে নিয়েছে। পূর্বে এই মামলাটির দায়িত্বভার ছিল মুম্বাই পুলিশ এবং বিহার পুলিশের ওপর। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আসল সত্য উদ্ধার হয়নি। এরমধ্যে সুশান্ত সিং এর হাউসকিপার নীরাজ সিং(Sushant Singh Rajput’s Housekeeper Neeraj Singh) জানায় যে, সুশান্তকে মৃত অবস্থায় তার বেডরুমে পাওয়া গিয়েছে।

সে ১৪ তারিখে দুপুর বেলায় কি কি ঘটেছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত জানান (Neeraj Singh Describes The Details Of Sushant Singh Rajput’s Death)। তার মতে, দুজন কি মেকার সুশান্তর বাড়িতে এসেছিল দুপুর দেড়টার দিকে। আর তাদের তালা খুলতে প্রচুর সময় লেগেছিল। সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি তাদেরকে তালা ভেঙে ফেলতে বলেন। তারা কাজ শেষ করার পর তাদেরকে 2000 টাকা দেওয়া হয় এবং তারা চলে যায়। আর এই টাকাটি তাদেরকে দীপেশ দিয়েছিল।

নীরাজ বলে যে,” দীপেশ ফিরে আসার পর তারা দরজা খুলে ঘরে ঢোকে। রুমটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল। আর তখনও এসি চলছিল। যখন দীপেশ ঘরের আলো জ্বালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ রুমে ঢুকে পড়ে এবং শীঘ্রই আবার সে এবং দীপেশ রুম থেকে বেরিয়ে যায়।”

সে বলেছে যে, সে অভিনেতাকে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখে ছিল। আর তার গলার সাথে সবুজ কাপড় পেচানো ছিল। এরপর সিদ্ধার্থ সুশান্তের দিদি মিতু সিং কে কল করে এবং তাকে এই মৃত্যুর সংবাদটি জানিয়ে দেয়।
এরপর তাকে সিদ্ধার্থ (Siddharth Pithani) একটি ছুরি আনতে বলে। তারপর তারা দুজনে মিলে কাপড় কেটে ফেলে। পরবর্তীকালে সুশান্তের শরীর বিছানার উপর ছিল এবং তার পা বিছানা থেকে বাইরে ছিল।

আর ঠিক সেই মুহূর্তেই সুশান্তের দিদি মিতু এই ঘরে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই সে ভেঙে পড়ে (Sushant’s Sister Mitu Singh’s Reaction To See His Dead Brother)। আর চিৎকার করে বলে যে,”গুলশান, তুই এটা কি করলি?”

এরপর নিরাজ বলেছে যে, মিতু (Meetu Singh) সুশান্তকে ভালোভাবে বিছানার উপর শোয়াতে বলে। এরপর সেই হাউজ কিপার সুশান্তের গলা থেকে সবুজ কাপড় সরিয়ে দেয় । এমনকি সে সুশান্তের বুকের উপর উঠে তার বুকের উপর পাম্প করেছিল যাতে করে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যায়।

এরপর সিদ্ধার্থ পুলিশকে ফোন করে (Siddharth Pithani Calls The Police, Mumbai )। জানা গিয়েছে যে, ওই সবুজ পোশাকটি সাধারণত সুশান্ত পুজোর সময়ে পড়ে থাকতো।

তো এই মুহূর্তে সিবিআই মামলাটি নিয়ে তদন্ত করছে। তারা বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করেছে, অনেক ধরনের তথ্য সংগ্রহ করেছে এবং মুম্বাই পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।