খবরবিনোদনভাইরালসর্বশেষ

রিয়া চক্রবর্তী একি করছেন জেলের মধ্যে ? ফাঁস করলেন তার আইনজীবী

অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার পর প্রায় ২৮ দিন পর জেল থেকে মুক্তি পেয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু রিয়া চক্রবর্তী মুক্তি পেলেও তার ভাই সৌভিক চক্রবর্তী এখনো রয়েছেন জেলে। রিয়া চক্রবর্তী কে এক লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি দিয়েছে আদালত। রিয়া চক্রবর্তী জেল থেকে মুক্তি পাবার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার আইনজীবী সতীশ মানশিন্ডে দাবি করেছেন, যতই চক্রান্ত করা হোক না কেন রিয়া চক্রবর্তী কে যারা ফাঁসিয়েছে, তাদের শাস্তি হতেই হবে (After spending 28 days in Mumbai Byculla jail actress Rhea Chakraborty gets bail. the settlement amount of bail is one lakh rupees.)।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রিয়া চক্রবর্তী কে। শুধুমাত্র সুশান্তের মৃত্যু নয় তার পাশাপাশি মাদক চক্র জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। রিয়া চক্রবর্তীর কাছ থেকে উঠে এসেছে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর নাম। তাদের মধ্যে শীর্ষে রয়েছে দীপিকা পাডুকন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং দিয়া মির্জা। ইতিমধ্যেই সারা আলি খানের বাবা সাইফ আলি খান কারিনা কাপুর খান এবং তৈমুরকে নিয়ে চলে গেছেন। এসব ঘটনার ফলে আবারও ইন্ডাস্ট্রির কালো দিক সকলের সামনে প্রমাণিত হয়ে গেল (NCB arrests Rhea Chakraborty along with brother Showik Chakraborty in Sushant Singh Rajput death case)।

actress Rhea Chakraborty with her brother showik Chakraborty
ভাই সৌভিকের সঙ্গে রিয়া চক্রবর্তী (ফটো ক্রেডিটঃ গুগল)

জেলে থাকাকালীন কিছু ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছিলেন রিয়া চক্রবর্তী (How actress Rhea Chakraborty spends in jail)। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে চক্রবর্তীর আইনজীবী বলেছেন, “কোন ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য বহু বছর পর আমি জেলে গিয়েছিলাম। সেখানে ও কেমন আছে সেটা আমি দেখতে গিয়েছিলাম। তবে সৌভাগ্যবশত একেবারেই মনের জোর হারিয়ে ফেলে নি। নিয়মিত নিজে যোগ ব্যায়াম করতে এবং জেলের অন্যান্য কয়েদিদের শেখাত। নিজেকে ও সেখানে মানিয়ে নিতে পেরেছিল। মহামারীর জন্য বাড়ির খাবার সেখানে অ্যালাউ ছিল না। ফলে অন্যান্য কয়েদিদের মতো সেখানে দিন কাটিয়েছে রিয়া চক্রবর্তী।”

রিয়া চক্রবর্তী কে আদালতে জামিন দেওয়া হলেও আদালতের কড়া নির্দেশ অনুযায়ী বেশ কিছু মাস মুম্বাই ছাড়তে পারবে না রিয়া চক্রবর্তী। তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে আদালতের কাছে। দশ দিন ছাড়া ছাড়া থানায় এসে হাজির হতে বলা হয়েছে রিয়া চক্রবর্তী কে। রিয়া চক্রবর্তী ছাড়াও জামিন পেয়ে গেছেন স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্ত (Court grants bail for actress Rhea Chakraborty in some special conditions)।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।