খবররাজ্যসর্বশেষ

কিভাবে লালা সামান্য মাছ ব্যবসায়ী থেকে হলেন কয়লা পাচারের মূল পান্ডা ?

কয়লা পাচারকারী লালার কাহিনী যেন ঠিক সিনেমার মতো। প্রথম জীবনে তিনি ছিলেন ক্ষুদ্র এক মাছের ব্যবসায়ী। তিনি কয়েকটা গ্রামে যাতায়াত করতেন আর মাছ বিক্রি করতেন। এরপর ক্রমাগত ক্রাইম-এর রাজ্যে পা গলিয়ে দেন। আর বাকিটা হয়ে গেল ইতিহাস। বর্তমানে তিনি অর্থাৎ অনুপ মাঝি ওরফে লালা রাজ্যের কয়লা পাচারকারীদের কিং। (How Anup Majhi aka Lala becomes the Coal mafia from a small fish businessman)

ইতিমধ্যে কয়লা পাচার তদন্তে এফআইআর দায়ের করা হয়েছে অনুপ মাঝির নামে। ইসিএল অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কোম্পানির জায়গায় বেআইনিভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে এবং পাচার করা হচ্ছে বলে লালার নামে অভিযোগ করা হয়েছে। আর সবথেকে চাঞ্চল্যকর ব্যাপার হল এই যে, লালা নাকি সরকারি অফিসারদের সঙ্গে রীতিমত যোগাযোগ করে এই বেআইনি চক্র চালাচ্ছিলেন। (Anup majhi spreads his illegal coal syndicate in the place of ECL – Eastern Coalfield Limited)

সূত্রমতে, লালার বাড়ি হল পুরুলিয়ার নিতুড়িয়ার ভামুরিয়া গ্রামে। ৮ এর দশকের দিকে লোকাল ইসিএলের কয়লার কুপন লাভ করেন। আর এই ভাবেই তিনি কয়লা ব্যবসা তে ঢুকে পড়েন। এমনকি তিনি লোকাল কয়লা কারখানার একজন আধিকারিককে বন্দুকের মাধ্যমে ভয় দেখান। আর স্বাভাবিকভাবেই লালার বিরুদ্ধে অভিযোগ করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। (Lala from Bhamuria, Nituria in Purulia, West Bengal)

অবশ্য কিছুদিনের মধ্যেই তিনি ছাড়া পেয়ে যান। আর এবার তিনি লাগামছাড়া হয়ে ওঠেন এবং সিন্ডিকেট বানিয়ে ফেলেন। আর নিজের এরিয়াতে তিনি অবৈধভাবে কয়লা উত্তোলন করতে শুরু করে দেন। এইভাবে চলছিল তার কার্যকলাপ। একটা সময়ে কয়লা পাচার কাণ্ডে রানীগঞ্জ এলাকা থেকে তাকে এরেস্ট করা হয়।

এরপর রাজনৈতিক পালাবদল ঘটে যায়। আর সেই সুযোগ নেন তিনি। তিনি হেভিওয়েট ব্যক্তিদের সাথে উঠাবসা শুরু করেন। আর এই ভাবে তিনি তার অবৈধ বিজনেস ফুলে ফেঁপে ওঠে। তবে তিনি কাগজে-কলমে অনেক ধরনের রিসোর্ট এবং কারখানা জনসাধারণকে দেখাতে থাকেন। আর এই ভাবেই তিনি সমাজে একটা স্থান করে নেন এবং খবরের শিরোনামে উঠে আসেন। প্রসঙ্গত তিনি তার গ্রামে বড় করে মা দুর্গার আরাধনা অনুষ্ঠান করেন। কথিত আছে যে, ওই পুজোতে তিনি কোটির ওপরে টাকা খরচ করেছিলেন।

প্রকৃতপক্ষে লালা এরপরে নেপথ্যে থেকে কাজ কর্ম পরিচালনা করতেন। তার বডিগার্ড এর সংখ্যা ছিল 6 থেকে 7. অবশ্য সম্প্রতি ইনকাম ট্যাক্সের নজরে পড়ে যায় লালার কার্যকলাপ। ফলে সিবিআই সহ আয়কর দপ্তর তাকে নোটিশ পাঠায়। তার এই বিপুল পরিমাণ ধন সম্পত্তির হিসাব দেওয়া হয়।

এছাড়া বর্তমানে গরু পাচার চক্র এনামুলের নাম উঠে এসেছে। আর মজার ব্যাপার হলো এই যে, ওই গরু পাচারকারীর সঙ্গে নাকি লালার যোগসুত্র রয়েছে বলে মতবাদ অনেক বিশেষজ্ঞের। তবে গোয়েন্দারা প্রচন্ড তৎপর লালার ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করতে।

How Anup Majhi aka Lala becomes the Coal mafia from a small fish businessman
কিভাবে লালা সামান্য মাছ ব্যবসায়ী থেকে হলেন কয়লা পাচারের মূল পান্ডা ? (Collected from Internet)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।