ভাইরালরাজ্যসর্বশেষ

দেখুন কিভাবে মুহূর্তেই হাওড়ার শক্তি দাস এবং হুগলির ধনঞ্জয় দাস কোটিপতি হয়ে গেলেন

হাওড়া ডোমজুড়ের শক্তি দাস ও হুগলি ধনেখালির ধনঞ্জয় দাস এখন সংবাদের শিরোনামে। মাসে ৭০০০ টাকার চাকরি করে বৃদ্ধা মাকে নিয়ে কোনমতে সংসার চালাতেন ডোমজুড় উত্তর ঝাপরদহ গ্রামের বাসিন্দা শক্তি দাস (Sakti Das from Uttar Jhapardaha, Domjur)। ধনেখালি চাঁপাবেড়ের ধনঞ্জয় দাস স্ত্রী-ছেলে বৌমাকে নিয়ে থাকেন। খুব ছোট একটি বাদ্যযন্ত্রের দোকান রয়েছে তার। কিন্তু লকডাউনের জেরে সেখান থেকে আয় প্রায় বন্ধ। কোনভাবেই আর সংসার চালানো সম্ভব ছিলনা দুই ব্যক্তির পক্ষেই।

তবে তাদের দিন বদল ঘটিয়েছে লটারি। দুজনেই বর্তমানে কোটিপতি (How Sakti Das from Howrah and Dhananjay Das from Hoogly become a millionaire)। নতুন করে জীবন যাপন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। দোকানে দোকানে দুধ সরবরাহ করেন শক্তি দাস। তিনি জানান, বাড়িতে বৃদ্ধা মা ছাড়াও দিদি, দাদা, ভাগ্নি ভাইপো রয়েছে কিন্তু অর্থাভাবে তাদের জন্য তার কিছুই করা হয়ে ওঠেনি। অর্থের অভাবে বিয়ে করার সাহস পাননি।

huge amount of money in lottery
লটারি জিতে মুহূর্তেই কোটিপতি হয়ে গেলেন দুই ব্যক্তি (ফটো ক্রেডিটঃ ইউটিউব)

ভাগ্য ফেরানোর জন্য লটারি টিকিট কাটতেন শক্তি দাস। এর আগে অল্পস্বল্প কিছু পেলেও ভাগ্যের শিকে ছিঁড়ল গত শনিবার। তিনি লটারিতে এক কোটি টাকা পুরস্কার জিতেছেন (lottery kete kotipoti hoe gelen sakti das ebong dhananjay das)। নিজেই বিশ্বাস করতে পারছেন না সে কথা। বৃদ্ধা মা ইচ্ছা প্রকাশ করেছেন এবার ছেলে বিবাহে মত দিক কিন্তু শক্তি বাবু চান বাড়ির বেহাল অবস্থা ফেরাতে।

অন্যদিকে লকডাউনে আর করোনা আবহে ধনেখালির সিনেমাতলায় থাকা ধনঞ্জয় দাসের বাদ্যযন্ত্রের দোকান (Dhananjay Das has a musical instrument shop in Chapabere, Dhaniakhali, Cinematala, Hooghly, West Bengal) প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এখন তবলা শেখার আগ্রহ মানুষের মধ্যে খুব একটা দেখা যায়না। ধনঞ্জয় দাস জানিয়েছেন, গত কয়েক মাস অভাবের মধ্যে থেকে সংসার চালিয়েছেন। তিনি গত বুধবার একটি লটারি টিকিট কাটেন। ধনঞ্জয় দাসের কেনা টিকিট এক কোটি টাকা পুরস্কার জিতেছে। এখনো পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিতে পারেননি এত টাকা নিয়ে তিনি কী করবেন। কিন্তু নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি।