দেশবিনোদনসর্বশেষ

“গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল”-এর বিরুদ্ধে “নেতিবাচক দৃষ্টিভঙ্গি‌” দেখানো‌র অভিযোগ ভারতীয় বায়ু‌সেনার

ফের করণ জোহারের (Karan Johar) ধর্মা প্রোডাকশন (Dharma Productions)-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এবার সেই অভিযোগ করা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। “গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল” (Gunjan Saxena: The Kargil Girl Movie) – এ অযৌক্তিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে বলে দাবি করে সেন্সর বোর্ড, নেটফ্লিক্স, ও ধর্মা প্রোডাকশনের কাছে চিঠি পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা।

ছবি তৈরীর আগে ধর্মা প্রোডাকশনের তরফে জানানো হয়েছিল, ছবিতে ভারতীয় বায়ুসেনার সত্যতা রক্ষা করবে (Dharma Productions declared to tell true story of Indian Air Force) এবং পরবর্তী প্রজন্ম যাতে অনুপ্রেরণা পায় তা নিশ্চিত করা হবে। কিন্তু ছবি মুক্তির আগে ট্রেলারে‌ও কয়েকটি দৃশ্য এবং সংলাপে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় বায়ু‌সেনার চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারতীয় বায়ুসেনা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে। সেখানে পুরুষ মহিলা উভয় কর্মীদেরই সমান মর্যাদা ও সুযোগ দেওয়া হয়। আপত্তিজনক দৃশ্য ও সংলাপ গুলির বর্ণনা করা হয়েছে চিঠিতে। বায়ুসেনার তরফ থেকে অভিযোগ উঠেছে, আগেই ছবি থেকে আপত্তিজনক দৃশ্য ও সংলাপ গুলি পরিবর্তন বা বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছিল। ধর্মা প্রোডাকশনের তরফে কিন্তু সেটা করা হয়নি।

ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার জীবন কাহিনী নিয়ে এই ছবি। কার্গিল যুদ্ধে গুঞ্জন সাক্সেনা (Kargil Warrior Gunjan Saxena)-র বীরত্ব ও সাহসিকতা নিয়েই এই ছবির প্রেক্ষাপট। সে ক্ষেত্রে “নেতিবাচক দৃষ্টিভঙ্গি” দেখানোর মত অভিযোগ ছবিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই ছবিতে নায়িকার ভূমিকা‌য় অভিনয় করেছেন জাহ্নবী কাপূর (Janhvi Kapoor)। ছবিটি মুক্তি পেয়েছে ১২ আগস্ট। ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে বহু দর্শকই দেখে ফেলেছেন “গুঞ্জন সাক্সেনা: দা কার্গিল গার্ল”। ভারতীয় বায়ুসেনার তরফে “নেতিবাচক দৃষ্টি‌ভঙ্গি” দেখানো‌র অভিযোগে ধর্মা প্রোডাকশনের পরবর্তী পদক্ষেপ কি হয় তা নিয়ে সাড়া ফেলেছে ভারতীয় সিনেদুনিয়ায়।