অপরাধখবরদেশসর্বশেষ

পানু দেখলেই বাড়িতে পৌঁছে যাবে পুলিশ, ধর্ষণ রোধে সরকারের অভিনব পন্থা

কিছুদিন ধরে যেভাবে নীল ছবি নিয়ে ব্যবসা চালাচ্ছেন বহু মানুষ, তাতে করে উত্তর প্রদেশের পুলিশ এবার আরো বেশি কড়া পদক্ষেপ নিতে চলেছেন। ইতিমধ্যেই জনতার ইন্টারনেট সার্চ নজর রাখতে শুরু করেছেন পুলিশ। যে কোন ব্যক্তি যদি নিজের মোবাইলে সার্চ করে কোন অশ্লীল ভিডিও, সেটিং উত্তরপ্রদেশ পুলিশের ওমেন পাওয়ারলাইন ১০৯০তে অ্যালার্ট যাবে। এলার্ট যাওয়ার পর পুলিশের টিম মহিলাদের বিরুদ্ধে অপরাধের পদক্ষেপ নেবার জন্য অনলাইন নীল ছবি সার্চ করা ব্যক্তির বাড়িতে পৌঁছে যাবে। (If you watch por n, police will reach your home, dhorshon rodh e ei ovinaba pontha)

ইতিমধ্যেই এই নিয়ম চালু করা হয়েছে ৬ টি জেলায়। সেখান থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। এই প্রসঙ্গে অতিরিক্ত মহানির্দেশক নিরা রাওয়াত জানিয়েছেন যে, ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার কে মাথায় রেখে এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ করার জন্য আমাদের একটি হেলপ্লাইন খোলা হয়েছে। (panu dekhle apnar barite pouche jabe police)

যে কোন ব্যক্তি যদি ডাটা ব্যবহার করে ইন্টারনেটে কোনো খারাপ জিনিস খোঁজে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে যাব।কে কি সার্চ করছে ইন্টারনেটে সেটা দেখার জন্য একটি কোম্পানিকে কাজে রাখা হয়েছে।মূলত এটি ইন্টারনেটের বিশ্লেষণ অধ্যায়নের জন্য। কেউ যদি নিষিদ্ধ সিনেমা দেখে তাহলে সঙ্গে সঙ্গে বিশ্লেষণকারী দল তথ্য পেয়ে যাবে।

ইন্টারনেটে নীল ছবি খুঁজে একটি এলার্ট মেসেজ পাওয়া যাবে, যা সঙ্গে সঙ্গে পুলিশকে দেওয়া হবে। এরপর ইন্টারনেট ডাটা টিম ১০৯০ টিমকে সূচনা দিয়ে দেবে। টিম ওই ব্যক্তিকে সচেতনতা বার্তা পাঠাবে। এইভাবে চলতে থাকবে গোটা বিষয়টি।

প্রসঙ্গত উল্লেখ্য, যেভাবে দেশে শিশু নির্যাতন এবং শিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে, তার ফলে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। অনেক সময় আমরা দেখেছি ধর্ষণ করার আগেই অভিযুক্ত নিষিদ্ধ সিনেমা দেখছিল, নিষিদ্ধ সিনেমা দেখা বন্ধ করার জন্য এই অভিনব পদ্ধতি অবলম্বন করেছে উত্তরপ্রদেশ সরকার।